Bangladesh Air Force Academy: 'ভারত-বাংলাদেশ সুসম্পর্কে গুরুত্বপূর্ণ ভূমিকা উভয় দেশের সামরিক বাহিনীর', যশোরে বায়ুসেনা প্রধান ভাদৌরিয়া
ভারতীয় বায়ুসেনা প্রধান এয়ার চিফ মার্শাল আর কে এস ভাদৌরিয়া ২ দিনের জন্য বাংলাদেশ সফরে গিয়েছিলেন। ২০২১ প্রেসিডেন্ট প্যারেড উপলক্ষে বাংলাদেশ বায়ুসেনা অ্যাকাডেমির কমিশনিং সেরিমনি ও পাসিং আউট প্যারেড রিভিউ করার জন্য তাঁকে বিশেষ আমন্ত্রণ পাঠিয়েছিলেন বাংলাদেশের বায়ুসেনা প্রধান এয়ার মার্শাল শেখ আব্দুল হান্নান।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appএবছর বাংলাদেশের কাছে বিশেষভাবে তাৎপর্যপূর্ণ ও অর্থবহ। কারণ, এবছর, ১৯৭১ সালের মুক্তিযুদ্ধ জয় ও স্বাধীন বাংলাদেশ গঠনের সূবর্ণ জয়ন্তী পালন হচ্ছে। সেই দিক দিয়ে ভারতীয় বায়ুসেনা প্রধানের এই সফর অত্যন্ত গুরুত্বপূর্ণ।
প্রসঙ্গত, এই প্রথম প্যারেড রিভিউ করার জন্য কোনও বিদেশি সামরিক কর্তাকে প্রধান অতিথি হিসেবে আমন্ত্রণ জানানো হল বাংলাদেশে। ভারত ও বাংলাদেশের সামরিক বাহিনীর মধ্যে থাকা মৈত্রী ও বিশ্বাসের এটাই - প্রকৃষ্ট উদাহরণ।
অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে বাংলাদেশের সামরিক বাহিনীর ভূয়সী প্রশংসা করেন ভাদৌরিয়া। তিনি বলেন, ভারত ও বাংলাদেশের সুসম্পর্কের নেপথ্যে দুদেশের সামরিক বাহিনীর মধ্যে যে ঐতিহাসিক ও ভাতৃত্বপূর্ণ সম্পর্ক রয়েছে, তার ভূমিকা অনস্বীকার্য।
ভাদৌরিয়ার মতে, উভয় দেশের সামরিক বাহিনীর মধ্যে ক্রমাগত যোগাযোগ, পারস্পরিক ও দ্বিপাক্ষিক সামরিক সহযোগিতা ভারত-বাংলাদেশ সুসম্পর্কে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে।
ভারতীয় বায়ুসেনা প্রধান জানান, দুই দেশের বিমানবাহিনীর মধ্যে দারুন বোঝাপড়া ও সমঝোতা রয়েছে। যা আগামীদিনে আরও বিকশিত হবে।
এই সফরে, বাংলাদেশের বায়ুসেনা প্রধানের পাশাপাশি স্থলসেনাপ্রধান ও সেদেশের সশস্ত্র বাহিনীর প্রিন্সিপাল স্টাফ অফিসারের সঙ্গেও বৈঠক করেন বায়ুসেনা প্রধান আর কে এস ভাদৌরিয়া। সেখানে প্রতিরক্ষা সহযোগিতার বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়।
এর পাশাপাশি, বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার বিক্রম কে দোরাইস্বামীর সঙ্গেও বৈঠক করেন ভাদৌরিয়া।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -