India Tour of Sri Lanka: সীমিত ওভারের সিরিজ খেলতে শ্রীলঙ্কা পৌঁছল মেন ইন ব্লু, ১ জুলাই পর্যন্ত কোয়ারেন্টিনে ক্রিকেটাররা
সীমিত ওভারের সিরিজ খেলতে শ্রীলঙ্কায় পৌঁছল শিখর ধবনের নেতৃত্বাধীন ভারতীয় ক্রিকেট দল। সিনিয়রদের অনুপস্থিতিতে টিম ইন্ডিয়া দলে তরুণদের সুযোগ দেওয়া হয়েছে। ছবি সৌজন্য - বিসিসিআই ট্যুইটার
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appএই দলে রয়েছেন দেবদত্ত পড়িক্কল, চেতন সাকারিয়া, ঋতুরাজ গায়কোয়াড় -- যাঁরা প্রথমবার ভারতীয় সিনিয়র দলে জায়গা পেয়েছন। এই সফরের জন্য ভারতীয় দলের প্রধান কোচ নিযুক্ত হয়েছেন রাহুল দ্রাবিড়। ছবি সৌজন্য - বিসিসিআই ট্যুইটার
তারকা অল-রাউন্ডার হার্দিক পাণ্ড্য ইনস্টাগ্রামে এই ছবি শেয়ার করে লেখেন, শ্রীলঙ্কার কলম্বোয় পৌঁছলাম। ট্যুইটারে কিছু ছবি শেয়ার করে ক্রিকেটারদের পৌঁছনোর খবর ঘোষণা করে বিসিসিআই। ছবি সৌজন্য - বিসিসিআই ট্যুইটার
টেস্ট টিমের সঙ্গে ইংল্যান্ডে রয়েছেন অধিনায়ক বিরাট কোহলি। তাই তরুণ ব্রিগেডকে নেতৃত্ব দিচ্ছেন শিখর। দলের সহ-অধিনায়ক ভুবনেশ্বর কুমার। ছবি সৌজন্য - বিসিসিআই ট্যুইটার
শ্রীলঙ্কার ক্রিকেট বোর্ডকে উদ্ধৃত করে সংবাদসংস্থা পিটিআই জানিয়েছে, ১ জুলাই পর্যন্ত কঠোর কোয়ারেন্টিনে থাকবেন ভারতীয় ক্রিকেটাররা। এরপর, ২ থেকে ৪ তারিখ হাল্কা অনুশীলন করবে টিম ইন্ডিয়া। ৫ তারিখ থেকে পুরোদমে অনুশীলনে নামবেন ক্রিকেটাররা। ছবি সৌজন্য - বিসিসিআই ট্যুইটার
একদিনের সিরিজ দিয়ে এই সফর শুরু করবে ভারত। তিনটি একদিনের ম্যাচ হবে। প্রথম ম্যাচ ১৩ জুলাই। দ্বিতীয় ও তৃতীয় ম্যাচ যথাক্রমে ১৬ ও ১৮ জুলাই। এরপর সমসংখ্যক টি-২০ ম্যাচের সিরিজও হবে ভারত ও শ্রীলঙ্কার মধ্য়ে। যা শুরু হবে ২১ জুলাই। ছবি সৌজন্য - বিসিসিআই ট্যুইটার
- - - - - - - - - Advertisement - - - - - - - - -