Election Results 2024
(Source: ECI/ABP News/ABP Majha)
International Mother Language Day: বিলুপ্তির পথে ২ হাজার ৫০০ ভাষা, অমর একুশে মাতৃভাষার ইতিবৃত্ত
সত্তরে পা রাখল অমর একুশ। মাতৃভাষার অধিকার নিয়ে এমন আন্দোলন আক্ষরিক অর্থেই নজিরবিহীন। কিন্তু বিশ্বায়নের স্রোতে কি মাতৃভাষার প্রতি দরদ কমছে আমাদের, ঘুরেফিরে উঠে আসে এই প্রশ্ন। কারণ পৃথিবীতে দু’হাজারের বেশি ভাষা অবলুপ্তির পথে।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appআন্তর্জাতিক মাতৃভাষা দিবসে তাই শহিদ-স্মরণের ফাঁকে তাই জেনে নিন ভাষার খুঁটিনাটি, যা সভ্যতা এবং সংস্কৃতির ধারক ও বাহক।
ইউনেস্কোর পরিসংখ্যান অনুযায়ী বর্তমানে বিশ্বব্যাপী ৭ হাজার ভাষার প্রচলন রয়েছে। তবে উপভাষা বা প্রত্যন্ত অঞ্চলের কথোপকথনের মাধ্যমকে ধরলে ভারতেই মাতৃভাষার সংখ্যা ১৯ হাজার ৫০০।
বিশ্বের সমস্ত ভাষাকে ধরলে ৯০ শতাংশ ভাষা বলার মানুষ মাত্র ১ লক্ষ। ১০ লক্ষের বেশি মানুষের মধ্যে ১৫০ থেকে ২০০টি ভাষা প্রচলিত।
আবার এমন ৪৫টি ভাষা রয়েছে বিশ্বে, যা মাত্র এক জন করে মানুষই ব্যবহার করেন।ভারতে ১০ হাজারের বেশি মানুষের মধ্যে ১২১টি ভাষা কথোপকথনের জন্য প্রচলিত।
কিন্তু যে ভাষায় কথা বলেন মানুষ, রোজকার জীবনে যে ভাষায় অভ্যস্ত, সেই ভাষায় শিক্ষার সুযোগ নেই বিশ্বের ৪০ শতাংশ মানুষের।
৭ হাজার ভাষার মধ্যে শুধুমাত্র এশিয়াতেই ২ হাজার ২০০ ভাষার প্রচলন রয়েছে। ইউরোপে এই সংখ্যা মাত্র ২৬০।
ইউনেস্কোর পরিসংখ্যান অনুযায়ী, বিশ্বের সর্বাধিক ব্যবহৃত ভাষা হল ম্যান্ডারিন চিনা ভাষা, ইংরেজি, স্পেনীয়, হিন্দি, আরবী, বাংলা, রুশ, পর্তুগিজ, জাপানি, জার্মান এবং ফরাসি। এই মুহূর্তে গোটা বিশ্বে ২ হাজার ৫০০ ভাষা বিলুপ্তির পথে।
সর্বাধিক ব্যবহৃত হরফ বা অক্ষরের মধ্যে রয়েছে আরবী, আর্মেনীয়, বাংলা, ব্রহ্মদেশীয়, চিনা লিপি, দেবনাগরী, গ্রিক, হিব্রু, জাপানি লিপি, কোরীয় লিপি, লাতিন, সিংহলী, তাই, তিব্বতি। সংস্কৃত, সুমেরীয়, হিব্রু এবং বাস্ক হল প্রাচীনতম ভাষা।
ভারতের সংবিধানে ২২টি ভাষা তালিকাভুক্ত রয়েছে, যা কি না দেশের ৯৬.৭১ শতাংশ নাগরিকের মাতৃভাষা।
সংবিধানের অষ্টম অনুসূচী অনুযায়ী, অসমিয়া, বাংলা, গুজরাতি, হিন্দি, কন্নড়, কাশ্মীরি, কোঙ্কণী, মলয়ালি, মণিপুরী, মারাঠি, নেপালি, ওড়িয়া, পাঞ্জাবি, সংস্কৃত, সিন্ধি, তামিল, তেলুগু, উর্দু, বোডো, সাঁওতালি, মৈথিলি এবং ডোগরি ওই ২২টি ভাষা।
সংবিধানের তালিকার বাইরেও ৯৯টি ভাষা রয়েছে, সর্বভারতীয় স্তরে যা ১০ হাজারের কম মানুষ ব্যবহার করেন রোজকার জীবনে।
১৭ শতক থেকে গোটা বিশ্বে ২০০টির বেশি ভাষার প্রবর্তন ঘটেছে। দর্শন, বাণিজ্য, আন্তর্জাতিক কথোপকথনের জন্য সেগুলি ব্যবহৃত হয়।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -