Airstrikes On Gaza: গাজায় ফের বিমান হানা শুরু করল ইজরায়েল
গাজায় ফের বিমান হানা শুরু করল ইজরায়েলের বায়ুসেনা। আজ ভোর থেকে বিমান হানা শুরু হয়েছে। গত মাসে হামাসের সঙ্গে ইজরায়েলের সেনাবাহিনীর যুদ্ধবিরতির ঘোষণার পর এটাই প্রথম বিমান হানা। ছবি সৌজন্যে এএফপি
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appইজরায়েলের এক মন্ত্রীর দাবি, হামাস জঙ্গিরা ফের হামলা চালানোর পরিকল্পনা করছিল। সেই হামলা ঠেকাতেই বিমান হানা চালাচ্ছে ইজরায়েলের বায়ুসেনা। ছবি সৌজন্যে এএফপি
গতকাল পূর্ব জেরুজালেমে মিছিল করেন কট্টরপন্থী ইহুদিরা। তাঁরা প্যালেস্তাইন-বিরোধী স্লোগান দেন। পাল্টা আগুনের বেলুন ছোড়েন প্যালেস্তাইনের বাসিন্দারা। ছবি সৌজন্যে এএফপি
গত মাসে ১১ দিন ধরে ইজরায়েল ও প্যালেস্তাইনের মধ্যে যুদ্ধ চলে। এরপর সাময়িক যুদ্ধবিরতি হলেও, ফের বিমান হানা শুরু করল ইজরায়েল। ছবি সৌজন্যে এএফপি
প্যালেস্তাইনের দাবি, ১৯৬৭ সালে পূর্ব জেরুজালেম দখল করার বর্ষপূর্তি উদযাপন করতেই মিছিল করেন ইজরায়েলের কট্টরপন্থীরা। তাঁরা প্ররোচনা দিচ্ছেন বলেও দাবি প্যালেস্তাইনের। ছবি সৌজন্যে এএফপি
গতকাল দামাস্কাস গেটে ইজরায়েলের তরুণরা যে মিছিল করেন, তাতে যেমন নাচ-গান চলছিল, তেমনই আরব-বিরোধী স্লোগানও ছিল। ছবি সৌজন্যে এএফপি
ইজরায়েলের বিদেশমন্ত্রী ইয়াইর ল্যাপিদ এই ধরনের জাতিবিদ্বেষমূলক স্লোগানের নিন্দা করেছেন। ছবি সৌজন্যে এএফপি
ইজরায়েলের কট্টরপন্থীরা অবশ্য প্যালেস্তাইন-বিরোধী বিক্ষোভ থামাতে নারাজ। ছবি সৌজন্যে এএফপি
- - - - - - - - - Advertisement - - - - - - - - -