Kabul airport attack: কাবুল বিমানবন্দরের বাইরে আত্মঘাতী বিস্ফোরণ, বাড়ছে মৃত্যু
বৃহস্পতিবার সন্ধেবেলা পরপর বিস্ফোরণে কেঁপে উঠল কাবুল। শেষ খবর পাওয়া পর্যন্ত অন্তত ১৫ জনের মৃত্যু হয়েছে। জখম অন্তত ৫২ জন।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appকাবুলে প্রথম বিস্ফোরণ হয় বিমানবন্দরের পূর্বদিকের গেটের কাছে। দ্বিতীয় বিস্ফোরণটি হয় ব্যারন হোটেলের কাছে।
মার্কিন যুক্তরাষ্ট্র, ব্রিটেন ও অস্ট্রেলিয়া আগেই কাবুল বিমানবন্দরে বিস্ফোরণের হুঁশিয়ারি দিয়েছিল। সেই আশঙ্কাই সত্যি হল।
কাবুলে এই জোড়া বিস্ফোরণের পিছনে আইএসআইএস-এর হাত দেখছেন গোয়েন্দারা।
কাবুল বিমানবন্দরে বিস্ফোরণের কয়েকঘণ্টা আগেই নিজের দেশের নাগরিকদের সতর্ক করে দেন আফগানিস্তানে কার্যনির্বাহী মার্কিন রাষ্ট্রদূত রস উইলসন।
কাবুল বিমানবন্দরের বাইরে ভিড়ের মধ্যে আত্মঘাতী বিস্ফোরণ ঘটানো হয়েছে বলে প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে। এখনও অবধি দায় স্বীকার করেনি কেউ। তবে আন্তর্জাতিক মহলে তোলপাড় শুরু হয়েছে।
আফগানিস্তানের পরিস্থিতি নিয়ে উচ্চপর্যায়ের বৈঠক করে আমেরিকা, ব্রিটেন, ফ্রান্স-সহ বিভিন্ন দেশের সরকার। পরিস্থিতি উদ্বেগজনক বলে মন্তব্য করেন ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাকরঁ। কাবুলের পরিস্থিতির দিকে নজর রাখা হয়েছে বলে জানিয়েছে নয়াদিল্লি।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -