KKR on IPL: গন্তব্য দুবাই, শাহরুখের শহরে পৌঁছে গেলেন নাইট ক্রিকেটারেরা
করোনার ধাক্কায় আইপিএল (IPL 2021) মাঝপথে স্থগিত হয়ে যাওয়ার সময় উদ্বেগ ছড়িয়েছিল নাইট শিবিরেও। সংক্রমিত হয়েছিলেন দলেরই কয়েকজন।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appবরুণ চক্রবর্তীর (Varun Charravarthy) মতো কয়েকজন বাড়ি ফেরার পর করোনা আক্রান্ত হয়েছিলেন।
অর্ধসমাপ্ত আইপিএলের বাকি অংশে খেলার জন্য সংযুক্ত আরব আমিরশাহি রওনা হওয়ার আগে অবশ্য শাহরুখ খান (Shahrukh Khan)-জুহি চাওলার (Juhi Chawla) দলের অন্দরমহলে স্বস্তি। কারণ, দেশ ছাড়ার আগে করোনা পরীক্ষায় সকলেরই রিপোর্ট নেগেটিভ এসেছে।
বুধবার কলকাতা নাইট রাইডার্সের (Kolkata Knight Riders) ক্রিকেটার ও সাপোর্ট স্টাফেরা মুম্বইয়ে জড়ো হয়েছেন।
বুধবার রাতেই তাঁদের সকলের করোনা পরীক্ষার ব্যবস্থা করেছিল ভারতীয় ক্রিকেট বোর্ড।
আরটিপিসিআর পদ্ধতিতে নমুনা সংগ্রহ করে তা পরীক্ষা করা হয়। সেই পরীক্ষায় সকলেরই রিপোর্ট নেগেটিভ এসেছে।
শুক্রবার বিকেলের দিকে দুবাই রওনা হয়ে যাবেন ক্রিকেটার ও সাপোর্ট স্টাফেরা।
করোনা পরিস্থিতিতে আবু ধাবিতে কোয়ারেন্টিন নিয়ম নিয়ে বেশ কড়াকড়ি রয়েছে। বিশেষ করে বিদেশ থেকে কেউ সরাসরি আবু ধাবি পৌঁছলে ১৪ দিনের কঠোর কোয়ারেন্টিন মেনে চলতেই হবে। কিন্তু দুবাইয়ে সেই তুলনায় কিছু ছাড় রয়েছে। ভিন দেশ থেকে কেউ দুবাই গেলে ৭ দিনের কোয়ারেন্টিন করলেই হবে। সেই কারণে নাইট শিবিরে সিদ্ধান্ত হয়েছে যে, মুম্বই থেকে প্রথমে দুবাই যাওয়া হবে। সেখানে সাত দিনের কোয়ারেন্টিন পর্ব কাটিয়ে অষ্টম দিন আবু ধাবি যাওয়া হবে।
সুনীল নারাইন, আন্দ্রে রাসেলের মতো অনেক ক্রিকেটার ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে খেলবেন। প্রধান কোচ ব্রেন্ডন ম্যাকালাম সেই টুর্নামেন্টে কোচিং করাবেন। তাঁরা পরের দিকে নাইট শিবিরে যোগ দেবেন।
ব্যক্তিগত কারণ দেখিয়ে আইপিএলের বাকি অংশ থেকে সররে দাঁড়িয়েছেন প্যাট কামিন্স। তাঁর বদলে নেওয়া হয়েছে টিম সাউদিকে। ছবি - কেকেআর
- - - - - - - - - Advertisement - - - - - - - - -