Blue Origin's Space Flight:মহাকাশে ভ্রমণ করে ফিরলেন পৃথিবীতে, ইতিহাস গড়লেন জেফ বেজোস

Jeff Bezos Return Earth Safely After Historic Space Voyage

1/5
ইতিহাস গড়লেন বিশ্বের ধনীতম ব্যক্তি জেফ বেজোস। তাঁর রকেট কোম্পানি ব্লু অরিজিনের তৈরি নিউ শেফার্ড চড়ে মহাকাশে পাড়ি দিলেন তিনি। আমেরিকার টেক্সাস মরুভূমির প্রত্যন্ত স্থানের লঞ্চ প্যাড থেকে মঙ্গলবার রওনা দেয় নিউ শেফার্ড উড়ান। (ছবি-ব্লু অরিজিন/ট্যুইটার)
2/5
এই নিয়ে বিশ্বের দ্বিতীয় ধনকুবের হিসেবে নিজস্ব মহাকাশযানে চড়লেন তিনি। গত সপ্তাহেই ব্রিটিশ ব্যবসায়ী রিচার্চ ব্র্যানসন নিজস্ব রকেটে চড়ে মহাকাশে পাড়ি দিয়েছিলেন। (ছবি-ব্লু অরিজিন/ট্যুইটার)
3/5
ভাই মার্ক বেজোস, ওয়ালি ফ্রাঙ্ক ও ১৮ বছরের যাত্রী অলিভার ডায়েমেনকে সঙ্গে নিয়ে উৎক্ষেপণের প্রায় ১১ মিনিট পর নিরাপদে পৃথিবীতে নেমে আসে নিউ শেফার্ড ফ্লাইট। ব্লু অরিজিন বলেছে, মহাকাশ উড়ানের এই ঐতিহাসিক মুহুর্তে টিম ব্লু-র সমস্ত অতীত ও বর্তমানের সদস্যদের অভিনন্দন। মহাকাশের ইতিহাসের পাতায় নিজেদের নাম তুললেন প্রথম মহাকাশচারী ক্রু সদস্যরা। তাঁরা অনেকের জন্যই রাস্তা খুলে দিলেন। (ছবি-ব্লু অরিজিন/ট্যুইটার)
4/5
নিউ শেফার্ড একটি স্বনির্ভর মহাকাশযান। মানুষ নিয়ে মহাকাশে এর প্রথম উড়ানে ব্লু অরিজিনের কোনও স্টাফ মহাকাশচারী ছিলেন না। এই মহাকাশযান সম্পূর্ণ স্বয়ংক্রিয় ও মাস্টার কন্ট্রোল সেন্টার দ্বারা তা নিয়ন্ত্রিত হয়। উৎক্ষেপণের পর এর আর কোনও নির্দেশের প্রয়োজন হয় না। (ছবি-ব্লু অরিজিন/ট্যুইটার)
5/5
নিউ শেফার্ডের রকেট অ্যান্ড ক্যাপসুলের নামকরণ করা হয়েছে ১৯৬১-র মহাকাশচারী অ্যালেন শেফার্ডের নামে। এটি এমনভাবে তৈরি করা হয়েছে, যাতে তা ছয়জনকে নিয়ে মহাকাশে রওনা দিতে পারে। এই রকেট প্রায় ৩৪০,০০০ ফুট উপরে যাত্রীদের নিয়ে যেতে পারে। (ছবি-ব্লু অরিজিন/ট্যুইটার)
Sponsored Links by Taboola