PM Modi Japan Visit: মোদিকে দেখে উচ্ছ্বাসে ভাসল জাপান, হিন্দি শুনে তারিফ প্রধানমন্ত্রীর
কোয়াড বৈঠকে যোগ দিতে জাপান সফরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। টোকিও পৌঁছনোর পর ট্যুইটারে নরেন্দ্র মোদি জানিয়েছেন, জাপানে কোয়াড বৈঠক ছাড়াও তাঁর একাধিক কর্মসূচি রয়েছে। ছবি: নরেন্দ্র মোদির ফেসবুক ও টুইটার
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appসম্প্রতি ইউরোপ সফরে গিয়ে নরেন্দ্র মোদিকে ঘিরে ভারতীয় বংশোদ্ভুত ও সেখানে বসবাসকারী ভারতীয়দের উচ্ছ্বাস ছিল চোখে পড়ার মতো। একই ছবি দেখা গিয়েছে জাপানেও। টোকিও বিমানবন্দরে মোদিকে স্বাগত জানাতে উপস্থিত ছিলেন সে দেশে বসবাসকারী অনেক ভারতীয়। ছবি: নরেন্দ্র মোদির ফেসবুক ও টুইটার
সোমবার হোটেল নিউ ওটানিতে ভারতীয় প্রবাসীদের তরফে প্রধানমন্ত্রীকে বিশেষভাবে সম্বর্ধনা জানান হয়। মোদি মোদি স্লোগানে মুখর ছিল গোটা এলাকা। ছবি: নরেন্দ্র মোদির ফেসবুক ও টুইটার
মোদিকে দেখামাত্রই উচ্ছ্বাসে ফেটে পড়েন সকলে। হর হর মোদি, বন্দে মাতরম এবং ভারত মাতা কি জয় স্লোগান হোটেলে প্রতিধ্বনিত হচ্ছিল। ছবি: নরেন্দ্র মোদির ফেসবুক ও টুইটার
বিভিন্ন ভাষায় স্বাগত লেখা প্ল্যাকার্ড হাতে ভিড়ে ছিল শিশুরাও। হাতে আঁকা ছবি মোদির সামনে তুলে দিতে দেখা যায়। শিশুদের সঙ্গেও কথা বলেন প্রধানমন্ত্রী। ছবি: নরেন্দ্র মোদির ফেসবুক ও টুইটার
প্রধানমন্ত্রী এক শিশুর সঙ্গেও কথা বলেন এবং তার জন্য একটি অটোগ্রাফ দেন। প্রধানমন্ত্রী সেই শিশুকে বলেন, বাহ! তুমি হিন্দি কোথা থেকে শিখলে? খুব ভাল জানো তো! ছবি: নরেন্দ্র মোদির ফেসবুক ও টুইটার
কোয়াড সামিটে যোগ দিতে ২৩ এবং ২৪ মে জাপান সফরে থাকবেন নরেন্দ্র মোদি। অস্ট্রেলিয়া, জাপান, আমেরিকা এবং ভারতকে নিয়ে গঠিত হয়েছে কোয়াড। সামিটে যোগ দেওয়া ছাড়াও আলাদা করে জাপানের প্রধানমন্ত্রী ফুমিও কিশিদা এবং অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে দ্বি-পাক্ষিক বৈঠক করবেন তিনি। ছবি: নরেন্দ্র মোদির ফেসবুক ও টুইটার
আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। রাশিয়া-ইউক্রেন যুদ্ধে ভারতের অবস্থান, ভারতের গম রফতানি বন্ধ করা সব নিয়ে ইদানিং উষ্মা প্রকাশ করেছিল আমেরিকা। তারপরে এবার মুখোমুখি দুই দেশের রাষ্ট্রপ্রধান। ছবি: নরেন্দ্র মোদির ফেসবুক ও টুইটার
কোয়াড সামিট ছাড়াও জাপানের ব্যবসায়ীদের সঙ্গেও দেখা করেছেন মোদি। জাপানের একাধিক বিজনেস টাইকুনের সঙ্গে দেখা করেছেন নরেন্দ্র মোদি। হয়েছে আলোচনাও। ভারতে বিনিয়োগ নিয়ে আলোচনা হয়েছে। ছবি: নরেন্দ্র মোদির ফেসবুক ও টুইটার
ইন্দো প্যাসিফিক ইকোনমিক ফ্রেমওয়ার্ক বা আইপিইএফ এর উদ্বোধনে যোগ দেন মোদি। ইন্দো-প্যাসিফিক এলাকায় আরও উন্নতির লক্ষ্যে কাজ করা হবে। ছবি: নরেন্দ্র মোদির ফেসবুক ও টুইটার
- - - - - - - - - Advertisement - - - - - - - - -