মঙ্গল গ্রহের মাটি থেকে ছবি তুলে পাঠাল পারসিভ্যারেন্স রোভার, শেয়ার করল নাসা
মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসা মঙ্গলগ্রহের কিছু ছবি শেয়ার করেছে। এই ছবিগুলি লালগ্রহ থেকে পাঠিয়েছে নাসা-র পারসিভ্যারেন্স রোভার।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appপ্যারাশ্যুটের মাধ্যমে মঙ্গলের পৃষ্ঠদেশে অবতরণের প্রতি মুহূর্তের ছবি ক্যামেরা বন্দি করেছে রোভার।
পৃথিবী থেকে রওনা দেওয়ার সাত মাস পর গত ১৯ ফেব্রুয়ারি সাফল্যের সঙ্গে মঙ্গল গ্রহে অবতরণ করেছে পারসিভ্যারেন্স রোভার।
এতে রয়েছে রেকর্ড ২৫ টি ক্যামেরা। ভিন্ন ভিন্ন কোণ থেকে মঙ্গলের লালমাটির নানান ছবি ক্যামেরা বন্দি করেছেন রোভার।
মঙ্গলের পৃষ্ঠদেশ ঢেউ খেলানো-উঁচু নিচু। মাঝেমধ্যে রয়েছে গভীর খাদও। মঙ্গলের ছবি এক ঝলকে কোনও মরুভূমির মতো।
পারসিভ্যারেন্স মঙ্গল গ্রহে কার্বনডাইঅক্সাইড থেকে অক্সিজেন তৈরির কাজ করবে। সেইসঙ্গে লালগ্রহে জলের খোঁজও চালাবে।
সেইসঙ্গে মঙ্গল গ্রহের মাটির নিচে জীবনের ইঙ্গিত নিয়েও গবেষণা চালাবে। সেইসঙ্গে লালগ্রহের আবহাওয়া ও জলবায়ু নিয়েও গবেষণা চালাবে পারসিভ্যারেন্স।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -