মঙ্গল গ্রহের মাটি থেকে ছবি তুলে পাঠাল পারসিভ্যারেন্স রোভার, শেয়ার করল নাসা

লালগ্রহের ছবি

1/7
মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসা মঙ্গলগ্রহের কিছু ছবি শেয়ার করেছে। এই ছবিগুলি লালগ্রহ থেকে পাঠিয়েছে নাসা-র পারসিভ্যারেন্স রোভার।
2/7
প্যারাশ্যুটের মাধ্যমে মঙ্গলের পৃষ্ঠদেশে অবতরণের প্রতি মুহূর্তের ছবি ক্যামেরা বন্দি করেছে রোভার।
3/7
পৃথিবী থেকে রওনা দেওয়ার সাত মাস পর গত ১৯ ফেব্রুয়ারি সাফল্যের সঙ্গে মঙ্গল গ্রহে অবতরণ করেছে পারসিভ্যারেন্স রোভার।
4/7
এতে রয়েছে রেকর্ড ২৫ টি ক্যামেরা। ভিন্ন ভিন্ন কোণ থেকে মঙ্গলের লালমাটির নানান ছবি ক্যামেরা বন্দি করেছেন রোভার।
5/7
মঙ্গলের পৃষ্ঠদেশ ঢেউ খেলানো-উঁচু নিচু। মাঝেমধ্যে রয়েছে গভীর খাদও। মঙ্গলের ছবি এক ঝলকে কোনও মরুভূমির মতো।
6/7
পারসিভ্যারেন্স মঙ্গল গ্রহে কার্বনডাইঅক্সাইড থেকে অক্সিজেন তৈরির কাজ করবে। সেইসঙ্গে লালগ্রহে জলের খোঁজও চালাবে।
7/7
সেইসঙ্গে মঙ্গল গ্রহের মাটির নিচে জীবনের ইঙ্গিত নিয়েও গবেষণা চালাবে। সেইসঙ্গে লালগ্রহের আবহাওয়া ও জলবায়ু নিয়েও গবেষণা চালাবে পারসিভ্যারেন্স।
Sponsored Links by Taboola