PM Modi UAE Visit: জার্মানি থেকে আবু ধাবি, মোদিকে আলিঙ্গন আরব আমিরশাহির প্রেসিডেন্টের
নিজস্ব চিত্র
1/8
সদ্য জার্মান সফর শেষ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সেখান থেকেই পূর্ব ঘোষণা মতো আরব আমিরশাহিতে পৌঁছলেন প্রধানমন্ত্রী।
2/8
মঙ্গলবার আরব আমিরশাহি পৌঁছন মোদি। আবু ধাবিতে বিমানবন্দরে তাঁকে অভ্যর্থনা জানান, সেদেশের প্রেসিডেন্ট শেখ মহম্মদ বিন জায়েদ আল নায়হান (His Highness Sheikh Mohamed bin Zayed Al Nahyan)। দুজনে কোলাকুলিও করেন।
3/8
সম্প্রতি আরব আমিরশাহির প্রাক্তন প্রেসিডেন্ট শেখ খলিফা বিন জায়েদ আল নায়হান প্রয়াত হয়েছেন। তাঁর স্মৃতির উদ্দেশে শ্রদ্ধাজ্ঞাপন করবেন নরেন্দ্র মোদি। ২০০৪ থেকে আরব আমিরশাহির প্রেসিডেন্ট ছিলেন তিনি। দীর্ঘদিন অসুস্থ থাকার পর ১৩ মে মারা যান তিনি।
4/8
এদিন আরব আমিরশাহি সফরে গিয়ে সেদেশের প্রেসিডেন্ট শেখ মহম্মদ বিন জায়েদ আল নায়হান (His Highness Sheikh Mohamed bin Zayed Al Nahyan)-এর সঙ্গে বৈঠক করেন নরেন্দ্র মোদি।
5/8
আরব আমিরশাহির প্রেসিডেন্টের উষ্ণ অভ্যর্থনার জন্য আরবিক ভাষায় ধন্যবাদ জানিয়ে টুইট করেছেন মোদি।
6/8
আরব আমিরশাবির প্রেসিডেন্ট পদে বসার জন্য শেখ মহম্মদ বিন জায়েদ আল নায়হানকে অভিনন্দন জানানোর কথা প্রধানমন্ত্রীর।
7/8
সম্প্রতি ভারত ও আরব আমিরশাহির মধ্যে CEPA চুক্তি সাক্ষরিত হয়েছে। অর্থনৈতিক ও ব্যবসায়িক কারণে এই চুক্তি হয়েছে। তারপরে মোদির এই প্রথম সফর।
8/8
বাণিজ্যিক, অর্থনৈতিক এবং আরও নানা ক্ষেত্রে দুই দেশের গভীর সম্পর্ক রয়েছে। সেই সম্পর্ক আরও মজবুত করার লক্ষ্যে এই সফর বলে জানিয়েছে বিদেশ মন্ত্রক। সব ছবি, প্রধানমন্ত্রীর অফিসের টুইটার হ্যান্ডেল, আরব আমিরশাহির ভারতীয় দূতাবাসের টুইটার হ্যান্ডেল এবং এএনআই সূত্রে প্রাপ্ত।
Published at : 28 Jun 2022 07:59 PM (IST)