Russia Ukraine War : রুশ-আগ্রাসনে ইউক্রেন-ছাড়া ৯ লক্ষর বেশি মানুষ, মৃত ২ হাজার ; 'অপারেশন গঙ্গা-য়' ফিরছেন ভারতীয়রা
২৪ ফেব্রুয়ারি যুদ্ধ ঘোষণার পর থেকে ইউক্রেনে একের পর এক শহরে ধ্বংসলীলা চালিয়ে যাচ্ছে রুশ সেনা। সেই ধারা অব্যাহত।(প্রতীকী)
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appবুধবার খেরসন শহর দখল করেছে বলে দাবি করে রাশিয়া। এই শহরে আড়াই লাখ মানুষের বসবাস। (প্রতীকী)
যদিও ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির উপদেষ্টা ওলেকসি অ্যারেস্টোভিচ এই দাবি নস্যাৎ করেছেন। উপরন্তু তাঁর দাবি, খেরসন শহরের পতন হয়নি। আমাদের বাহিনী প্রতিরোধ গড়ে তুলেছে। (প্রতীকী)
রুশ-হামলায় ইউক্রেনে দিন দিন বাড়ছে নিরীহ নাগরিকের মৃত্যুর সংখ্যা। ইতিমধ্যেই ২ হাজারের বেশি মারা গেছেন বলে দাবি ইউক্রেনের । (প্রতীকী)
রুশ-হানার পর ইউক্রেন ছেড়েছেন ৯ লক্ষর বেশি মানুষ।
এদিকে যুদ্ধবিধ্বস্ত ইউক্রেনে আটকে পড়েছে অনেক ভারতীয়।
রুশ-হানায় ক্ষয়ক্ষতির আশঙ্কায় ইউক্রেনের দ্বিতীয় বৃহত্তম শহর খারকিভ ছাড়তে বলা হয়েছে ভারতীয়দের।
সেখানকার স্থানীয় সময় সন্ধ্যা ৬টার মধ্যে তাঁদের বেরিয়ে আসতে বলা হয়।
এদিকে যুদ্ধ-বিধ্বস্ত ইউক্রেন থেকে আজ ঘরে ফিরেছেন দুর্গাপুরের বেনাচিতি বাজারের জিনাত আলম, স্টিল টাউনশিপের নেহা খান ও মায়াবাজারের বিপাশা সাউ। ঘরের মেয়েকে কাছে পেয়ে খুশি পড়ুয়ার পরিবারের সদস্যরা।
পরবর্তী ২৪ ঘণ্টায় ইউক্রেন থেকে ১৫টি বিমানে ফিরছে আরও প্রায় ১৭ হাজার ভারতীয়। অপারেশন গঙ্গায় তাঁদের ফেরানো হচ্ছে বলে জানিয়েছে বিদেশ মন্ত্রক।(প্রতীকী- ছবি ANI)
- - - - - - - - - Advertisement - - - - - - - - -