Russia-Ukraine war : যুদ্ধবিধ্বস্ত দেশ থেকে প্রাণে বাঁচার শেষ চেষ্টা, পিছনে পড়ে স্বজন, এবিপি আনন্দে এক্সক্লুসিভ ছবি
ইউক্রেন যুদ্ধের ২৬তম দিনেও অব্যাহত রুশ হামলা। লুহানস্কের ক্রেমিন্না শহরের একটি নার্সিংহোমে রুশ ট্যাঙ্কের হামলায় ৫৬ জন বয়স্ক আবাসিকের মৃত্যু হয়েছে।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appচারিদিকে যুদ্ধের ভয়াবহতা। তারই মাঝে এবিপি আনন্দ। যুদ্ধবিধ্বস্ত ইউক্রেন থেকে দলে দলে মানুষ চলে আসছেন হাঙ্গেরিতে। একটু বাঁচার জন্য।
নিজেদের ঘরদোর ছেড়ে। প্রিয়জন কে কোথায় আছেন, জানা নেই। বাসে করে আসছেন মহিলা ও শিশুরা। হাঙ্গেরিতে তাঁদের রাখা হয়েছে শরণার্থী শিবিরে।
যেটুকু সম্ভব নিজেদের জিনিস নিয়েই পাড়ি দিচ্ছেন তাঁরা অনিশ্চয়তার পথে। জানেন না কবে ফিরবেন আপন ভূমিতে।
কোনও শিশুর হাতে পাঁউরুটির টুররো, কারও হাতে জল। কারও চোখ খুঁজছে বাবাকে। কিন্তু তার মা উত্তর দিতে পারছে না, বাবা কোথায়।
আতঙ্ক ছড়িয়েছে চারিদিকে। প্রায় পাঁচ কিলোমিটার এলাকাজুড়ে বাসিন্দাদের নিরাপদ জায়গায় সরানোর কাজ চলছে।
রাজধানী কিভে রাতভর রুশ ক্ষেপণাস্ত্রের হানা। বোমাবর্ষণে অন্তত অনেক জনের মৃত্যু হয়েছে। তাই প্রাণ বাঁচানোর শেষ চেষ্টা করছেন অনেকে।
ভলোদিমির জেলেনস্কি সরকারের অভিযোগ, মারিউপোলের বাসিন্দাদের একাংশকে পুতিনের সেনা জোর করে রাশিয়ার ভিতরে অজ্ঞাত জায়গায় নিয়ে গেছে। সেখানে তাঁদের চরম দুর্দশার মধ্যে বন্দি করে রাখা হয়েছে বলে অভিযোগ। রাজর্ষি দত্তগুপ্তর প্রতিবেদন
- - - - - - - - - Advertisement - - - - - - - - -