Sundar Pichai Birthday: টিভি পর্যন্ত ছিল না বাড়িতে, হতে চেয়েছিলেন ক্রিকেটার, আজ গুগলের CEO সুন্দর পিচাই
ঠিক যেন পাশের বাড়ির ছেলেটি। অথচ বিশ্ব দরবারে ভারতের নাম মাথায় তুলে রেখেছেন। তিনি সুন্দর পিচাই, সার্চ ইঞ্জিন জায়ান্ট গুগল-এর সিইও।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appতামিলনাড়ু থেকে আমেরিকার সিলিক্যান ভ্যালির সর্বেসর্বা হওয়ার এই যাত্রায় জীবন আমূল পাল্টে গেলেও, আজও সেই মুখচোরা স্বভাব রয়ে গিয়েছে তাঁর। জন্মদিনে আরও কাছ থেকে চিনে নিন সুন্দর পিচাইকে।
১৯৭২ সালের ১০ জুন জন্ম। বাবা ছিলেন ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার। মা স্টেনোগ্রাফার। দুই ছেলেকে উচ্চশিক্ষায় শিক্ষিত করাই লক্ষ্য ছিল পিচাই পরিবারের।
বর্তমানে প্রযুক্তির নাড়ি-নক্ষত্র জানা থাকলেও, ছোটবেলায় কিন্তু প্রযুক্তির ধারেকাছেও ছিলেন না সুন্দর পিচাই। না তাঁদের বাড়িতে ছিল টিভি, না গাড়ি, না টেলিফোন।
স্নাতকস্তরের পড়াশোনা ভারতেই সারেন সুন্দর পিচাই। এমবিএ করতে ভর্তি হন ইউনিভার্সিটি অফ পেনসিলভ্যানিয়ার হোয়ার্টন স্কুলে। ২০১৪ সালে গুগল-এর প্রোডাক্ট ম্যানেজমেন্ট এবং ইনোভেশন বিভাগে চাকরি পান।
২০১৫ সালে সটান গুগল-এর সিইও নিযুক্ত হন। বর্তমানে সুন্দর পিচাইয়ের মোট সম্পত্তির পরিমাণ প্রায় ১৫০ কোটি ডলার।
আইআইটি খড়গপুরে পড়াকালীন অঞ্জলির সঙ্গে আলাপ সুন্দর পিচাইয়ের। প্রেমপর্ব চলাকালীন দীর্ঘ সময় পরস্পরের থেকে দূরে থাকতে হয়েছে তাঁদের। পরে বিয়ে, দুই সন্তান, কিরণ এবং কাব্য।
তবে অঞ্জলি শুধুমাত্র সুন্দরের পরিচয়ে পরিচিত নন। আইআইটি খড়গপুর থেকে কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং করেছেন। নিজে একজন বিজনেসউওম্যান তিনি। ইনটুইট নামের একটি সংস্থায় বিজনেস অপারেশ ম্যানেজার হিসেবে কর্মরত।
বর্তমানে ক্যালিফের্নিয়ায় ১০ হাজার ৫৫৭ স্ক্যোয়ারফুটের একটি ভিলায় থাকেন সুন্দর এবং তাঁর পরিবার। ভিলার মধ্যে টেনিস কোর্ট, গল্ফ ফিল্ড, সারি সারি গাড়ি রাখার জায়গা, সব রয়েছে।
ছোটবেলায় ক্রিকেটার হতে চাইতেন সুন্দর। স্কুলের টিমের অধিনায়কও ছিলেন। এ ছাড়াও দাবা পছন্দ করেন। বলিউড ছবির অন্ধ ভক্ত সুন্দর।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -