UNDP: ইউএন বাংলা ফন্ট এবার ইউনিকোডে,আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে UNPD-র উদ্যোগ
ইউএন বাংলা ফন্ট এবার ইউনিকোডে। আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে UNPD-র নতুন উদ্যোগ।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appবাংলা ভাষার প্রতি শ্রদ্ধা জানানোর জন্য 2020 সালে প্রথম ফন্টটি চালু করা হয়েছিল। যেহেতু ইন্টারনেটে বাংলার ব্যবহার বাড়ছে, তাই সবার কথা মাথায় রেখে ইউনিকোড সংস্করণ চালু করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
ইউনিকোড সংস্করণটি ইউএনডিপির প্রতিনিধি স্টেফান লিলার এবং গুডউইল অ্যাম্বাসেডর জয়া আহসান 20 ফেব্রুয়ারি ঢাকায় সংস্থার কার্যালয়ে এই প্রোগ্রামের আনুষ্ঠানিক উদ্বোধন করেন।
বাংলা ভাষার প্রতি শ্রদ্ধা জানানোর জন্য আমরা 2020 সালে প্রথম ফন্টটি চালু করি। যেহেতু ইন্টারনেটে বাংলার ব্যবহার বাড়ছে, তাই আমরা সবার জন্য ইউনিকোড সংস্করণ চালু করার সিদ্ধান্ত নিয়েছি। আমি আশা করি এই ইউনিকোড সংস্করণটি নতুন ভিত্তি উন্মোচন করতে সাহায্য করবে। বাংলা লেখা, বললেন ইউএনডিপির প্রতিনিধি স্টেফান ।
উদ্বোধনের সময় ইউএনডিপির দূত অভিনেত্রী জয়া আহসানও এদিন বলেন, আমাদের মধ্যে যারা বাংলায় লিখি তাদের জন্য এটি একটি বড় বিষয়। আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে ইউএনডিপির এই উদ্যোগের অংশ হতে পেরে আমি খুবই আনন্দিত।
অভিনেত্রী নিজে তাঁর ইন্সটাগ্রাম প্রোফাইলে এই অনুষ্ঠানের ছবি শেয়ার করেন। তবে শুধু ছবিই নয় একটি ভিডিও পোস্ট করেন তিনি।
ক্য়াপশনে লেখেন, 'আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি (ইউএনডিপি) এবার অনলাইনে বাংলা ব্যবহারে বৈচিত্র্য আনতে ইউনিকোডসহ, 'ইউএন বাংলা' ফন্ট ৭টি ভিন্ন রূপে প্রকাশ করেছে। এই প্রকাশ অনুষ্ঠানের শুভেচ্ছা দুত হিসেবে থাকতে পেরে আমি গর্বিত। আমাদের মাতৃভাষার ব্যবহারে এই অভিনব আন্তর্জাতিক আঙ্গিক, নিশ্চিত ভাবেই বাংলা ভাষার গৌরব।'
ইউএনডিপির হেড অব কমিউনিকেশনস মোঃ আব্দুল কাইয়ুম বলেন, আমরা শীঘ্রই এই ফন্ট ব্যবহার করে আমাদের ইউএনডিপি বাংলাদেশের ওয়েবসাইটের বাংলা সংস্করণ চালু করব। আমাদের অন্যান্য প্রকাশনাও এই ফন্ট ব্যবহার করবে।তিনি আরও জানান,শুধু ইউএনডিপি নয়,জাতিসংঘের অন্যান্য সংস্থাও এই ফন্টটি ব্যবহার করতে সক্ষম। এটি সবাই বিনামূল্যে ডাউনলোড এবং ব্যবহার করতে পারবে।
আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে এই উদ্য়োগ যে নিঃসন্দেহে সাধুবাদ যোগ্য় একথা বলাই বাহল্য়।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -