Valentine Day Special: প্রেমে পড়া বারণ না হলেও, ভ্যালেন্টাইন্স ডে পালন নিষিদ্ধ এই দেশগুলিতে

—প্রতীকী চিত্র।

1/10
সোশ্যাল মিডিয়া থেকে টিভির পর্দায়, ফেব্রুয়ারির শুরু থেকেই ভ্যালেন্টাইন্স ডে-র কাউন্টডাউন শুরু হয়ে গিয়েছিল সর্বত্র।
2/10
প্রেমদিবসে কোন উপহার সবথেকে আদর্শ, প্রেমিকের সঙ্গে বেরনোর সময় কী পোশাক, কী গয়না পরা উচিত, শেষ মুহূর্ত পর্যন্ত চলছে কাটাছেঁড়া।
3/10
কিন্তু এমন কিছু দেশ আছে, যেখানে ১৪ ফেব্রুয়ারি প্রেমের উদযাপন নিষিদ্ধ। নীতি পুলিশের চোখরাঙানি তো রয়েইছে, খাতায় কলমেও প্রেম দিবস নিষিদ্ধ করেছে বেশ কিছু দেশ।
4/10
২০০৫ সাল থেকে প্রেম দিবস পালন নিষিদ্ধ মালয়েশিয়ায়। এই দিনে হাতে হাত রেখে বাইরে বেরনো ঝুঁকিপূর্ণ সেখানে। ১৪ ফেব্রুয়ারি সেখানে হোটেল-রেস্তরাঁতে যুগল ধরতে পুলিশি হানার নজিরও রয়েছে।
5/10
ভ্যালেন্টাইন্স ডে পালন নিষিদ্ধ সৌদি আরবে। তা অমান্য করলে গ্রেফতারির পাশাপাশি কড়া শাস্তিও পেতে হয়।
6/10
প্রেমের উদযাপন নিষিদ্ধ পাকিস্তানেও। ২০১৭ সালে ইসলামাবাদ হাই কোর্ট ভ্যালেন্টাইন্স ডে নিষিদ্ধ করে। এই প্রথা ইসলামি সংস্কৃতির পরিপন্থী বলে সে বার মন্তব্য করেন বিচারপতি।
7/10
ধর্মগুরুদের চোখরাঙানিতে ভ্যালেন্টাইন্স ডে পালন নিষিদ্ধ ইরানে। এমনকি সরকারের তরফে এই দিনে দোকানে বিশেষ উপহার রাখাও নিষিদ্ধ করা হয়েছে।
8/10
আইনি সিলমোহর না থাকলেও, প্রেমদিবস পালনে নিষেধাজ্ঞা রয়েছে ইন্দোনেশিয়াতেও। সুরাবায়া, মাকাস্সরের মতো এলাকায় এই দিন যুগলদের বেরনো, ঘোরাফেরায় বিধিনিষেধ চালু করা হয়।
9/10
বৈচিত্র, ইতিহাসের জন্যই প্রসিদ্ধ উজবেকিস্তান। কিন্তু ২০১২ সালে সেখানে ভ্যালেন্টাইন্স ডে নিষিদ্ধ করা হয়। তার বদলে ওই দিনটি ভূমিপুত্র বাবরের জন্মদিন হিসেবেই সেখানে পালিত হয় ১৪ ফেব্রুয়ারি।
10/10
তবে বিশ্বের সব দেশে প্রেম দিব আবার ১৪ ফেব্রুয়ারি পালিত হয় না। স্পেনে প্রেমদিবস পালিত হয় ৯ অক্টোবর, রোমানিয়ায় ২৪ ফেব্রুয়ারি, দক্ষিণ-পশ্চিম চিনে ১৫ মার্চ, ওয়েলসে ২৫ জানুয়ারি।
Sponsored Links by Taboola