Valentine Day Special: প্রেমে পড়া বারণ না হলেও, ভ্যালেন্টাইন্স ডে পালন নিষিদ্ধ এই দেশগুলিতে
সোশ্যাল মিডিয়া থেকে টিভির পর্দায়, ফেব্রুয়ারির শুরু থেকেই ভ্যালেন্টাইন্স ডে-র কাউন্টডাউন শুরু হয়ে গিয়েছিল সর্বত্র।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appপ্রেমদিবসে কোন উপহার সবথেকে আদর্শ, প্রেমিকের সঙ্গে বেরনোর সময় কী পোশাক, কী গয়না পরা উচিত, শেষ মুহূর্ত পর্যন্ত চলছে কাটাছেঁড়া।
কিন্তু এমন কিছু দেশ আছে, যেখানে ১৪ ফেব্রুয়ারি প্রেমের উদযাপন নিষিদ্ধ। নীতি পুলিশের চোখরাঙানি তো রয়েইছে, খাতায় কলমেও প্রেম দিবস নিষিদ্ধ করেছে বেশ কিছু দেশ।
২০০৫ সাল থেকে প্রেম দিবস পালন নিষিদ্ধ মালয়েশিয়ায়। এই দিনে হাতে হাত রেখে বাইরে বেরনো ঝুঁকিপূর্ণ সেখানে। ১৪ ফেব্রুয়ারি সেখানে হোটেল-রেস্তরাঁতে যুগল ধরতে পুলিশি হানার নজিরও রয়েছে।
ভ্যালেন্টাইন্স ডে পালন নিষিদ্ধ সৌদি আরবে। তা অমান্য করলে গ্রেফতারির পাশাপাশি কড়া শাস্তিও পেতে হয়।
প্রেমের উদযাপন নিষিদ্ধ পাকিস্তানেও। ২০১৭ সালে ইসলামাবাদ হাই কোর্ট ভ্যালেন্টাইন্স ডে নিষিদ্ধ করে। এই প্রথা ইসলামি সংস্কৃতির পরিপন্থী বলে সে বার মন্তব্য করেন বিচারপতি।
ধর্মগুরুদের চোখরাঙানিতে ভ্যালেন্টাইন্স ডে পালন নিষিদ্ধ ইরানে। এমনকি সরকারের তরফে এই দিনে দোকানে বিশেষ উপহার রাখাও নিষিদ্ধ করা হয়েছে।
আইনি সিলমোহর না থাকলেও, প্রেমদিবস পালনে নিষেধাজ্ঞা রয়েছে ইন্দোনেশিয়াতেও। সুরাবায়া, মাকাস্সরের মতো এলাকায় এই দিন যুগলদের বেরনো, ঘোরাফেরায় বিধিনিষেধ চালু করা হয়।
বৈচিত্র, ইতিহাসের জন্যই প্রসিদ্ধ উজবেকিস্তান। কিন্তু ২০১২ সালে সেখানে ভ্যালেন্টাইন্স ডে নিষিদ্ধ করা হয়। তার বদলে ওই দিনটি ভূমিপুত্র বাবরের জন্মদিন হিসেবেই সেখানে পালিত হয় ১৪ ফেব্রুয়ারি।
তবে বিশ্বের সব দেশে প্রেম দিব আবার ১৪ ফেব্রুয়ারি পালিত হয় না। স্পেনে প্রেমদিবস পালিত হয় ৯ অক্টোবর, রোমানিয়ায় ২৪ ফেব্রুয়ারি, দক্ষিণ-পশ্চিম চিনে ১৫ মার্চ, ওয়েলসে ২৫ জানুয়ারি।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -