World Soil Day 2021: আজ বিশ্ব মৃত্তিকা দিবস-একনজরে দিনটির গুরুত্ব, ইতিহাস ও এ বছরের থিম
প্রতি বছর ৫ ডিসেম্বর বিশ্ব মৃত্তিকা দিবস হিসেবে পালিত হয়। ২০১৩ সালে রাষ্ট্রপুঞ্জের সাধারণ সভার ৬৮ তম অধিবেশনে অনুমোদিত সংকল্পের মাধ্যমে ৫ ডিসেম্বর বিশ্ব মৃত্তিকা দিবস পালনের সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। এই দিবস পালনের উদ্দেশ্য হল, কৃষকদের সঙ্গে সঙ্গে সাধারণ মানুষের মধ্যে মাটির গুরুত্ব সম্পর্কে সচেতনতা প্রসার।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appএ বছরের বিশ্ব মৃত্তিকা দিবসের থিম হল, ‘মাটির লবণাক্তকরণ বন্ধ করুন, মাটির উৎপাদনশীলতা বাড়ান’। সুস্থ বাস্তুতন্ত্র বজায় রাখার গুরুত্ব ও মানব কল্যাণ সম্পর্কে সচেতনতার লক্ষ্যেই এই থিম।
বিশ্ব মৃত্তিকা দিবসের ইতিহাস- মাটির গুণমানের অবনমন, এর প্রভাব ও তার প্রতিরোধ সম্পর্কে সাধারণ মানুষকে সচেতন করতে ইন্টারন্যাশনাল ইউনিয়ন অফ সয়েল সায়েন্সেস (আইইউএসএস) আন্তর্জাতিক মৃত্তিকা দিবস পালনের সুপারিশ করেছিল।
ফুড অ্যান্ড এগ্রিকালচারাল অর্গানাইজেশন আন্তর্জাতিক স্তরে সচেতনতা প্রসারের মঞ্চ হিসেবে গ্লোবাল সয়েল পার্টনারশিপ ফ্রেমওয়ার্কের আওতায় তাইল্যান্ডের নেতৃত্বে এই দিবস পালনের উদ্যোগকে সমর্থন করেছিল।
ফুড অ্যান্ড এগ্রিকালচারাল অর্গানাইজেশন কনফারেন্স ২০১৩-র জুনে রাষ্ট্রপুঞ্জেক সাধারণ সভার অধিবেশনে আন্তর্জাতিক মৃত্তিকা দিবস গ্রহণের আবেদন জানিয়েছিল।
রাষ্ট্রপুঞ্জের সাধারণ সভা শেষপর্যন্ত ২০১৪-র ৫ ডিসেম্বর প্রথম আনুষ্ঠানিক বিশ্ব মৃত্তিকা দিবস পালনের দিন ধার্য করে।
প্রথম বিশ্ব মৃত্তিকা দিবস পালিত হয় ২০১৪-র ৫ ডিসেম্বর। এই দিবস ফুড অ্যান্ড এগ্রিকালচারাল অর্গানাইজেশন দ্বারা পালিত হয়।
বিশ্বের বিভিন্ন স্থানেই উর্বর মাটি অনুর্বর হয়ে যাচ্ছে। এর অন্যতম একটি কারণ, রাসায়নিক সার ও কীটনাশের ব্যবহার।
এরফলে মাটির জৈবিক গুণাবলী কমে যাওয়ায় জমির উর্বরতায় টান ধরছে ও দূষণের শিকার হচ্ছে।
কৃষক ও সাধারণ মানুষের মধ্যে এ ব্যাপারে সচেতনতা প্রসারের লক্ষ্যে এই দিনটি বিশেষভাবে উদযাপন করা হয়।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -