MV Ganga Vilas Cruise: কালই উদ্বোধন, ৫১ দিনে বাংলাদেশ ছুঁয়ে অসম যাবে এমভি গঙ্গা বিলাস

রাত পোহালেই শুরু হতে চলেছে 'বিশ্বের সবথেকে বড় নদী-প্রমোদতরী' (River Cruise)। ১৩ জানুয়ারি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি তাঁর নির্বাচনী ক্ষেত্র বারাণসী থেকে গঙ্গা রিভার ক্রুজ (Ganga River Cruise)-এর উদ্বোধন করবেন। এর যাত্রাপথ মোট ৫১ দিনের। এই ক্রুজকে বিশ্বের সবচেয়ে বড় রিভার ক্রুজ বলে দাবি করা হচ্ছে। ছবি: PTI
Download ABP Live App and Watch All Latest Videos
View In App
৫১ দিন ধরে যাত্রার পরে MV Ganga Vilas ১ মার্চ অসমের ডিব্রুগড়ে পৌঁছবে। ছবি: PTI

২৭টি নদী পেরিয়ে বিলাসবহুল এই ক্রুজ নির্দিষ্ট পথ পেরিয়ে বাংলাদেশে যাবে, সেখান থেকে নদীপথে পৌঁছবে অসম। এই যাত্রাপথে ৫০টিরও বেশি গুরুত্বপূর্ণ স্থাপত্য ছুঁয়ে যাবে এই ক্রুজ। যেগুলির মধ্যে রয়েছে ওয়ার্ল্ড হেরিটেজ সাইট। ছবি: PTI
এই বিলাসবহুল ক্রুজটি আয়োজন করছে যে সংস্থা, তাদের ওয়েবসাইটে ক্রুজ সংক্রান্ত যাবতীয় তথ্য দেওয়া হয়েছে। কোন কোন রাস্তা দিয়ে এই ক্রুজ যাবে সেটাও বলা হয়েছে সেখানে। ছবি: PTI
যাত্রা শুরুর পর থেকে আট নম্বর দিনে MV Ganga Vilas পৌঁছবে পটনা। বক্সার, রামনগর পেরিয়ে পটনা যাবে এই ক্রুজ। ছবি: PTI
তারপর সেখান থেকে নদীপথে পৌঁছবে কলকাতা। ফরাক্কা ও মুর্শিদাবাদ হয়ে ২০তম দিনে সেটা পৌঁছবে কলকাতা। পরদিন সেটা ঢাকার দিকে রওনা দেবে। পরের ১৫ দিন বাংলাদেশের জলসীমায় থাকবে MV Ganga Vilas. ছবি: PTI
তারপরে গুয়াহাটি হয়ে ভারতে ঢুকবে। শিবসাগর ডিব্রুগঢ় এসে পৌঁছবে বিলাসবহুল সেই ক্রুজ। ছবি: PTI
একাধিক শিল্প ও সাংস্কৃতিক ক্ষেত্র ছুঁয়ে যাবে এটি। বারাণসীর গঙ্গা আরতি, সারনাথ, মায়ং-মাজুলিও যাবে এই ক্রুজ। ছবি: PTI
২৭টি নদীপথ নিয়ে প্রায় ৩২০০ কিলোমিটার পথ ৫১ দিনে অতিক্রম করবে MV Ganga Vilas. তিন তলার এই ক্রুজে মোট ১৮টি স্যুট রয়েছে। যাতে ৩৬ জন থাকতে পারেন। ছবি: PTI
এই ক্রুজ উদ্বোধনের পাশাপাশি আরও একাধিক জলপথ সংক্রান্ত প্রকল্পের উদ্বোধন করবেন নরেন্দ্র মোদি। ছবি: PTI
- - - - - - - - - Advertisement - - - - - - - - -