Auto Expo 2023 Photos: গাড়ি-বাজারে নতুন চমক অটো এক্সপোতে, দেখা মিলল রকমারি তিন চাকারও
কোভিডের ধাক্কায় গত ২ বছর হয়নি। এবার জাঁকজমক করে শুরু হয়েছে দেশের সবচেয়ে বড় গাড়ির মেলা Auto Expo 2023. ১১ জানুয়ারি গ্রেটায় নয়ডার শুরু হয়েছে এই এক্সপো। ভারতে সোসাইটি অফ ইন্ডিয়ান অটোমোবাইল ম্যানুফ্যাকচারার্স (সিয়াম) এই অনুষ্ঠানের আয়োজন করে।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appঅটো এক্সপো ১৩ জানুয়ারি থেকে শুরু হবে। ১৮ জানুয়ারি শেষ হবে। সংবাদ মাধ্যমের জন্য ১১ জানুয়ারি খুলেছে মেলার দরজা। সাধারণ নাগরিকদের জন্য ১৪ ও ১৫ জানুয়ারি সকাল ১১ টা থেকে ৮ টা, ১৬ ও ১৭ জানুয়ারি সকাল ১১ টা থেকে ৭ টা, ১৮ জানুয়ারি সকাল ১১ টা থেকে ৬ টা পর্যন্ত এক্সপো চলবে।
দেশ-বিদেশের একাধিক গাড়ি প্রস্ততকারক সংস্থা এসেছে এই অটো এক্সপোতে। বিভিন্ন ধরনের বিভিন্ন সেগমেন্টের গাড়ির দেখা মিলেছে এখানে। গাড়ির পাশাপাশি রয়েছে বাইকের বিপুল সম্ভার।
দেখা মিলেছে রোবটের। অটো এক্সপোয় হুন্ডাইয়ের প্যাভেলিয়নে দেখা মিলল Spot-এর। যা আদতে বস্টন ডায়নামিকসের রোবট।
সম্প্রতি চিনা ইলেকট্রিক গাড়ি প্রস্তুতকারক কোম্পানি বিওয়াইডির সেডান নিয়ে তৈরি হয়েছিল জল্পনা। এবার ভারতের অটো এক্সপোতে এল BYD । এই ইভি সেডানের ডিজাইন কোম্পানির ইউএসপি। এমনিতেই বিশ্বের ইলেকট্রিক গাড়ি তৈরিতে সিদ্ধহস্ত এই কোম্পানি।
শুধু কি চারচাকা, রয়েছে তিন চাকাও। অতুল অটো লিমিটেডের তরফ থেকে বাজারে আনা হয়েছে তিন চাকার যান- নাম Mobili. অটো এক্সপো -তে হাজির সেটাও।
বাণিজ্যিক গাড়ির সম্ভারও হয়েছে এই মেলায়। বিভিন্ন বাস প্রস্তুতকারক সংস্থা তাদের গাড়ি নিয়ে যোগ দিয়েছে এখানে। গ্রেটার নয়ডার সেই মেলাতেই বাসের মতো করে সাজানো একটি স্টল।
ভিনটেজ গাড়ির মাহাত্ম্যই আলাদা। যত আধুনিক গাড়ি বাজারে আসুক। পুরনো এই গাড়িগুলির চাহিদা কমে না। অটো এক্সপোতে রয়েছে ভিনটেজ গাড়ির প্রদর্শনী।
হয়েছে গাড়ি লঞ্চও। মারুতির EV-এর পাশাপাশি নজর কেড়েছে TATA. টাটার Sierra EV প্রকাশ্যে এল গ্রেটার নয়ডার অটো এক্সপো-তে।
হাজির ছিলেন বাদশা শাহরুখ খানও। ১১ জানুয়ারি হুন্ডাইয়ের IONIQ 5-এর লঞ্চে। সব ছবি -PTI
- - - - - - - - - Advertisement - - - - - - - - -