চমকপ্রদ সাফল্য, বিশ্বের সবচেয়ে স্থুলকায় শিশুর ওজন চার বছরে কমল ১০৮ কেজি
আরিয়ার ওজন কমানোর চেষ্টা শুরু হয়েছিল ২০১৬-তে। তখন চার বয়স ছিল ১০। ট্রেনার জানিয়েছেন, তিনি যখন আরিয়ার বাবা-মার সঙ্গে প্রথমবার দেখা করেছিলেন,তখন তার দৈনন্দিন কার্যকলাপ সম্পর্কে জেনে নিয়েছিলেন। এরপর তিনি ভারসাম্যমূলক খাওয়ার আরিয়ানকে দেওয়ার পরামর্শ দিয়েছিলেন। Photo- Getty
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appআরিয়ার একটি অস্ত্রোপচার হয়েছে। কিন্তু তার শরীরের অতিরিক্ত চামড়া ঢিলে হয়ে পড়েছে। এই সমস্যা দূর করতে কমপক্ষে দুটি অস্ত্রোপচার করতে হবে। Photo- Getty
আরিয়ার এই রূপান্তর নিয়ে তার বাবা বলেছেন, ব্যারিয়েট্রিক সার্জারি, ডায়েট প্ল্যান ও দৈনিক ব্যায়ামেই ওজন কম করার ক্ষেত্রে সাফল্য মিলেছে। Photo- Getty
ডেলি মেলে প্রকাশিত প্রতিবেদন অনুসারে, অ্যাডি রয় নামে এক ট্রেনার আরিয়ার ছবি ও ভিডিও সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন। ছবি ও ভিডিওতে আরিয়ার ওজন কমানোর জন্য লড়াইয়ের কথা তুলে ধরা হয়েছে। Photo- Getty
আরিয়ার শরীরে এই রূপান্তর সবাইকে তাক লাগিয়ে দিয়েছে। সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও ভাইরাল হয়েছে, যেখানে আরিয়াকে ব্যায়াম করতে দেখা গিয়েছে। Photo- Getty
একটা সময় বিশ্বের সবচেয়ে স্থুলকায় শিশু হিসেবে পরিচিত পেয়েছিল আরিয়া পারমানা। এক সময় তার ওজন ছিল ১৯৩ কেজি। আর এখন সেই ওজন ১০৮ কেজি কমেছে। আরিয়া ইন্দোনেশিয়ার বাসিন্দা। Photo- Getty
- - - - - - - - - Advertisement - - - - - - - - -