Adityanath Oath Ceremony: ফের শপথ যোগীর, মন্ত্রিসভায় ৫ মহিলা ও এক মুসলিম মন্ত্রী
উত্তরপ্রদেশে ইতিহাস সৃষ্টি করে টানা দ্বিতীয়বার মুখ্যমন্ত্রী পদে শপথগ্রহণ করলেন যোগী আদিত্যনাথ।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appএদিন মুখ্যমন্ত্রীর সঙ্গেই শপথ নেন রাজ্যে ৫২ জন মন্ত্রী। যোগী সরকার 2.0-তে, জাতপাতের সমীকরণ সমাধানের যথাসাধ্য চেষ্টা করেছে বিজেপি।
এবার ইউপি মন্ত্রিসভায় জাঠ সম্প্রদায় থেকে ৮ জন মন্ত্রী করা হয়েছে। যেখানে 8 মন্ত্রী ব্রাহ্মণ সম্প্রদায়ের ও তফশিলি জাতির ৪ মন্ত্রীকে নেওয়া হয়েছে মন্ত্রিসভায়।।
যোগীর মন্ত্রিসভায় স্থান পেয়েছেন ৫ মহিলা মন্ত্রী। যার মধ্যে বেবিরানি মৌর্যকে কেবিনেট মন্ত্রী করা হয়েছে। রজনী তিওয়ারি, প্রতিভা শুক্লা, বিজয় লক্ষ্মী গৌতম রাজ্যের মন্ত্রী হয়েছেন। গুলাব দেবীকে প্রতিমন্ত্রীর (স্বতন্ত্র দায়িত্ব) দায়িত্ব দেওয়া হয়েছে। একজন মুসলিম নেতা দানিশ আজাদকেও মন্ত্রী করা হয়েছে।
যোগীর মন্ত্রিসভায় এবার স্থান পেয়েছেন মুসলিম নেতা দানিশ আজাদ। যাকে রাজনৈতিক বিশেষজ্ঞরা 'পলিটিক্যাল মাস্টারস্ট্রোক' বলেই দেখছেন।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির উপস্থিতি আজ যোগী আদিত্যনাথের শপথগ্রহণে অতিরিক্ত মাত্রা যোগ করে।
বিজেপির সহযোগী আপনা দলের সভাপতি আশিস প্যাটেলকেও মন্ত্রিসভায় জায়গা দেওয়া হয়েছে। তিনি কুর্মি সম্প্রদায় থেকে এসেছেন। নিষাদ পার্টির ৬ জন বিধায়ক জিতেছেন নির্বাচনে। দলের সভাপতি সঞ্জয় নিষাদকেও মন্ত্রিসভায় জায়গা দিয়েছেন যোগী।
হিন্দুত্বের 'পোস্টার বয়' বলেই যোগীকে চেনে দেশ। সেখানে মুসলিমও স্থান পেয়েছে আদিত্যনাথের মন্ত্রিসভায়।
সিরাথু থেকে নির্বাচনে হেরে যাওয়া কেশব প্রসাদ মৌর্যকে ফের ডেপুটি সিএম পদে বসিয়েছে বিজেপি।
তোমারে প্রণাম ! উত্তরপ্রদেশ নির্বাচনে হাজারো বিরোধিতা সত্ত্বেও যোগীর ওপরই আস্থা রেখেছিলেন মোদি-শাহ। অবশেষে যার ফল পেলেন হাতেনাতে।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -