YouTuber Jyoti Malhotra: 'অপারেশন সিন্দুর' আর 'ব্ল্যাকআউট ফেজ'-এও দানিশের সঙ্গে জ্যোতির চ্যাট? পরে ডিলিট, বিরাট তথ্য এল সামনে

পুলিশ সূত্রে জানা গেছে, জ্যোতির থেকে উদ্ধার করা হয়েছে ৩টি মোবাইল ও একটি ল্যাপটপ। এই সব ইলেকট্রনিক ডিভাইস ফরেন্সিক তদন্তের জন্য পাঠানো হয়েছে।

ধরা পড়ার আগেই পাক-হ্যান্ডলারদের চ্যাট ডিলিট করেছিল জ্যোতি!

1/8
ISI-এর সঙ্গে ইউটিউবার জ্যোতি মালহোত্রার ঘনিষ্ঠ যোগাযোগ এবার প্রকাশ্যে। গোয়েন্দাদের হাতে এসেছে অকাট্য প্রমাণ। ISI আধিকারিক আলি হাসানের সঙ্গে জ্যোতির হোয়াটসঅ্যাপ চ্যাট এসেছে সামনে।
2/8
পুলিশ সূত্রে জানা গেছে, জ্যোতির থেকে উদ্ধার করা হয়েছে ৩টি মোবাইল ও একটি ল্যাপটপ। এই সব ইলেকট্রনিক ডিভাইস ফরেন্সিক তদন্তের জন্য পাঠানো হয়েছে। জ্যোতি তার মোবাইল থেকে দানিশ ও অন্যান্য পাকিস্তানি কর্মকর্তাদের চ্যাট মুছে ফেলেছে বলে সন্দেহ করছেন গোয়েন্দারা। তাতেই বাড়ছে সন্দেহ।
3/8
পুলিশ সন্দেহ করছে যে, জ্যোতি তার মোবাইল থেকে দানিশ এবং অন্যান্য পাকিস্তানি কর্মকর্তাদের সঙ্গে কিছু চ্যাট মুছে ফেলা হয়েছে। এখন সবচেয়ে বড় প্রশ্ন হল সেই চ্যাটে কী ছিল, যা তাকে মুছে ফেলত হয়েছে।
4/8
সূত্রের খবর, জ্যোতি দুটি গুরুত্বপূর্ণ অনুষ্ঠানে দানিশের সঙ্গে তার চ্যাট মুছে ফেলে। তার মধ্যে একটি ছিল 'অপারেশন সিঁদুর' এবং অন্যটি ছিল 'ব্ল্যাকআউট ফেজ'।
5/8
সন্দেহ করা হচ্ছে, পাক-হ্যান্ডলারদের সাহায্যে বাংলাদেশ যাওয়ার প্রস্তুতি নিচ্ছিল জ্যোতি। প্রশ্ন, কেন পাকিস্তান-চিনের পর বাংলাদেশ যাওয়ার প্রস্তুতি নিচ্ছিল জ্যোতি? খতিয়ে দেখছেন তদন্তকারীরা।
6/8
কবে কলকাতায় এসেছিল জ্যোতি? কোথায় কোথায় গিয়েছিল? কী কারণে কলকাতায় এসেছিল জ্যোতি মালহোত্রা, কতদিন ছিল? অনুসন্ধানে নামছে লালবাজার
7/8
গোয়েন্দাদের নজরে এসেছে জ্যোতি মালহোত্রার ডায়েরিও। 'আমি পাকিস্তানের জনগণের কাছ থেকে প্রচুর ভালোবাসা পেয়েছি। লাহোর ভ্রমণের জন্য আমি যে ২ দিন পেয়েছিলাম তা খুব কম ছিল। আমি জানি না সীমান্তের দূরত্ব কতদিন থাকবে। তবে আমাদের হৃদয়ের ক্ষোভ মুছে ফেলা উচিত। আমরা সবাই একই ভূমি, একই মাটির'।
8/8
গোয়েন্দাদের সন্দেহ, ধৃত হরিয়ানার তরুণীর পিছনে থাকতে পারে বড় নেটওয়ার্ক। ISI আধিকারিকের সঙ্গে চ্যাটে সাঙ্কেতিক ভাষায় কথা বলতেন জ্যোতি । তার মাধ্যমেই এজেন্টদের ভারতে পরিচিত করাতে চাইছিল ISI, খবর সূত্রের।
Sponsored Links by Taboola