PM Modi: লাগবে না পেট্রোল, নেই ডিজেলও! 'ম্যাজিক জ্বালানি'তে তরতরিয়ে ছুটবে নৌকা!
পেট্রোল নয়, ডিজেলও নয়। জ্বালানি জোগাবে হাইড্রোজেন ফুয়েল সেল। তাতেই জলের উপর তরতরিয়ে চলবে ফেরি। ভারতেই তৈরি হয়েছে এমন জলযান।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appবুধবার এরই উদ্বোধন করলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। কোনও দূষণ নেই, শব্দদূষণও নেই।
গোটা বিশ্ব যখন দূষণ এবং গ্লোবাল ওয়ার্মিং নিয়ে চিন্তিত, তখন পথ দেখাবে এমনই জলযান।
কোচিন শিপইয়ার্ডে তৈরি হয়েছে এই ফুয়েল সেল ফেরি (Fuel Cell Ferry)। জলযানের জ্বালানি হিসেবে ব্য়বহার হয়েছে গ্রিন হাইড্রোজেন। ২০৭০ সালের মধ্যে নেট জিরো এমিশন (Net Zero Emission)-এর লক্ষ্য রয়েছে ভারতের। সেই লক্ষ্য়েই এমন কাজ।
Harit Nauka Initiative-এর অধীনে এই পাইলট প্রোজেক্ট শুরু করা হয়েছে। Maritime Sector-এ প্রযুক্তি নিয়ে কাজ চলছে এর অধীনে।
ডিজেলচালিত ভেসেল বা জলযানে প্রবল দূষণ ছড়ায়। এদিকে ভারতে পরিবহনের অন্যতম গুরুত্বপূর্ণ মাধ্যম জলপথ। হাইড্রোজেল ফুয়েল সেল-জলযান চললে এবং তা লাভজনক হলে নতুন দিগন্ত খুলে যাবে। ভাল হবে পরিবেশের জন্যও।
তামিলনাড়ু থেকে ভার্চুয়াল মোডে মোদি এই হাই়ড্রোজেল ফুয়েল সেল চালিত জলযান উদ্বোধন করেন।
বুধবার নরেন্দ্র মোদি তামিলনাড়ু তুতিকোরিনে ভিও চিদাম্বারানার পোর্টে- ভারতের প্রথম হাইড্রোজেন হাব পোর্ট পরিদর্শন করেন
- - - - - - - - - Advertisement - - - - - - - - -