Bollywood in Business: শুধু বলিউড নয়, ব্যবসার দুনিয়াতেও সফল ওঁরা
বলিউড তারকারা আজ শুধু সিনেমা থেকে নয় অন্য ব্যবসা থেকেও ভাল অর্থ উপার্জন করছেন। এখানে লক্ষ্য করার বিষয়টি হ'ল তাঁদের এই ব্যবসা দিন দিন বাড়ছে। দেখে নিন সেই তারকাদের।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appনতুন বাবা মা বিরাট-অনুষ্কা অভিনয়ের পাশাপাশি তাঁদের নিজেদের ব্র্যান্ডের কাজ করে থাকেন। পাশাপাশি বিভিন্ন সংস্থায় বিনিয়োগ করেছেন তাঁরা।
শাহরুখ খান এবং গৌরি খান যৌথভাবে প্রযোজনা সংস্থার কাজ করেন। গৌরি খান নিজেও একজন ইন্টিরিওর ডিজাইনার। তাঁর সংস্থার নাম গৌরি খান ডিজাইন।
২০০৮ সালে বিয়ে হয় শিল্পা শেট্টি এবং রাজ কুন্দ্রার। বান্দ্রায় তাঁদের একটা রেস্তোরাঁ আছে।
শাহরুখ খান এবং গৌরি খানের মতো অক্ষয় কুমার এবং টুইঙ্কল খন্নার নিজের প্রোডাকশন হাউস আছে। টুইঙ্কল খন্না একজন লেখিকা, ইন্টিরিওর ডিজাইনার, প্রযোজক।
সুনীল শেট্টি এবং মানা শেট্টির আবাসনের ব্যবসা আছে। নিজেদের ব্যবসার বড় চেনও তৈরি করেছেন তাঁরা। সুনীল এবং মানার বানানো আবাসনে ফ্ল্যাট কিনেছেন ক্রিকেটার রোহিত শর্মা।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -