'ভয় পাচ্ছি', কালো লিপস্টিক নিয়ে ট্রোল নুসরতকে

Download ABP Live App and Watch All Latest Videos
View In App
কিন্তু সব কিছুর ঊর্ধ্বে গিয়ে আজও আলোচনা হয় অ্যাশের স্টাইল স্টেটমেন্ট নিয়েই।

২০১৬ সালে কান-এ ঐশ্বর্যার বেগুনি লিপস্টিক নিয়ে চর্চা হয় বিস্তর। হাসির খোরাকও হয়েছেন প্রাক্তন বিশ্বসুন্দরী। টুইটারাইটদের আক্রমণের মুখেও পড়েছেন।
সারাই প্রথম নন, এর আগে কান ফেস্টিভ্যালে ঐশ্বর্য রাইয়ের বেগুনি লিপস্টিক চর্চার কারণ হয়ে উঠেছিল।
কিছুদিন আগে সোশ্যাল মিডিয়ায় নীল লিপস্টিক লাগিয়ে ছবি আপলোড করেন সারা। তারপর একের পর এক ট্রোলের শিকারও হতে হয় তাঁকে।
কারও কারও অবশ্য সাজেশন, কালোর বদলে লাল টুকটুকে ঠোঁটেই বেশি মোহময়ী তিনি।
মোহময়ী লুকে নজর কেড়েছেন তিনি।
নুসরতের এই ফটোশ্যুটে সম্প্রতি সবথেকে বেশি নজর কেড়েছে তাঁর কালো লিপস্টিক। প্রশংসাও যেমন পেয়েছেন, তেমন ট্রোলিং-এর শিকার হয়েওছেন সাংসদ-অভিনেত্রী।
চোখধাঁধানো কালোপোশাক। খোলা চুল। কালো লিপস্টিক। চোখধাঁধানো ফ্যাশন ভিডিও শ্যুট করলেন নুসরত জাহান।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -