'মনের পাসওয়ার্ডটা বল', ছবি দেখে নুসরতের কাছে আবদার মিমির
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 27 Jul 2020 07:58 AM (IST)
1
সাংসদ মিমি ও নুসরত একে অপরের খুবই কাছের বন্ধু। এবার দুই সাংসদ অভিনেত্রীকে একসঙ্গে দেখা যাবে অংশুমান প্রত্যুষ পরিচালিত ছবি 'কলকাতা SOS' ছবিতে। এই ছবিতে অভিনয় করছেন অভিনেতা যশও।
2
নুসরতের এই ছবিগুলি দেখে মিমি চক্রবর্তী লেখেন,''নটি'...মনের পাসওয়ার্ডটা বল''
3
ছবিগুলি শেয়ার করে তিনি লেখেন, বাড়ির বাইরে 'আমার ফেভারিট লিভিং রুম'-এ তোলা ছবি।
4
কলকাতার একটি প্রসিদ্ধ হোটেলে হয়েছে শ্যুট। সেখান থেকেই বেশ কয়েকটি ছবি শেয়ার করলেন তিনি।
5
লকডাউনে দীর্ঘদিন ছিলেন শ্যুটিংয়ের বাইরে। সম্প্রতি একটি চোখ ধাঁধানো ফটোশ্যুট সারলেন অভিনেত্রী নুসরত জাহান।