City of Gold: ৩ হাজার বছরের পুরনো 'সোনার শহর' ! মরুভূমির মধ্যে মিলল খোঁজ; চাঞ্চল্যকর আবিষ্কার প্রত্নতাত্ত্বিকদের

3000 Year Old Lost Gold City: ৩০০০ বছর পুরনো সোনার শহরের সন্ধান পেলেন প্রত্নতাত্ত্বিকরা। মরুভূমির মধ্যেই পাওয়া গেল খোঁজ। এই বিশেষ অঞ্চলে বহু বহু কাল আগে সোনার খনি ছিল বলে জানিয়েছেন প্রত্নতাত্ত্বিকরা।

মরুভূমির মধ্যে থেকে খোঁজ মিলল সোনার শহরের

1/9
আশ্চর্য আবিষ্কার ! ৩ হাজার বছর পুরনো সোনার শহরের সন্ধান পেলেন প্রত্নতাত্ত্বিকরা। মরুভূমির মধ্যেই পাওয়া গেল খোঁজ।
2/9
এই বিশেষ অঞ্চলে বহু বহু কাল আগে সোনার খনি ছিল বলে জানিয়েছেন প্রত্নতাত্ত্বিকরা। বহু বছর ধরে খননকার্য চালিয়ে এর অস্তিত্ব জানা গিয়েছে।
3/9
২০২১ সালে প্রথম আবিষ্কৃত হয়েছিল এই সোনার শহর। লোহিত সাগরের মারসা আলমের দক্ষিণ-পশ্চিমে অবস্থিত এই শহর নাকি ১০০০ খ্রিস্টপূর্বাব্দে শক্তিশালী বাণিজ্যনগরী ছিল।
4/9
প্রত্নতাত্ত্বিকদের এই নতুন গবেষণায় উঠে এসেছে এই অঞ্চলে সোনার খনির অস্তিত্বের কথা, কোয়ার্টজ শিলাস্তর থেকে সোনা নিষ্কাশনের পরিকাঠামোর হদিশ মিলেছে এখানে।
5/9
মিশরের সুপ্রিম কাউন্সেলিং অফ অ্যান্টিকুইটিজের জেনারেল সেক্রেটারি ড. মহম্মদ ইসমাইল খালেদের মতে, এটি এখনও পর্যন্ত সবথেকে বড় প্রত্নতাত্ত্বিক আবিষ্কারগুলির মধ্যে অন্যতম।
6/9
এই অঞ্চলে খননের পরে দেখা গিয়েছে একটি সোনা প্রক্রিয়াকরণের এলাকা ছিল এই শহরে যেখান সোনা পেষাই, সোনা পরিস্রুত করা এবং সোনা গলানোর জন্য মাটির চুল্লিও ব্যবহৃত হত।
7/9
এই মিশরীয় শহরে মিলেছে টলেমীয় মুদ্রা। এই মুদ্রা খুঁজে পাওয়ার পরে অনুমান করা যাচ্ছে যে সেই মাটির চুল্লিটি আজ থেকে কত হাজার বছর আগে সক্রিয় ছিল।
8/9
মিশরের পর্যটন ও পুরাকীর্তি মন্ত্রী শেরিফ ফাথি জানিয়েছেন এই আবিষ্কারটি মিশরের প্রাচীন খনিজগুলির প্রকৌশলী তুলে ধরে যা মরুভূমির মধ্যে সোনা খুঁজতে ব্যবহৃত হত।
9/9
এমনকী এই অঞ্চলে যে কোয়ার্টজ পাথর থেকে সোনা নিষ্কাশন করা হত, ফলে সোনা নিষ্কাশনের বিশেষ প্রক্রিয়ার হদিশ জানত এই শহরের অধিবাসীরা।
Sponsored Links by Taboola