Lakshadweep Tourism: ডেস্টিনেশন লাক্ষাদ্বীপ! খুব সহজে বাংলা থেকে কীভাবে যাবেন জানেন?

India Maldives Tourism: ভারত-মলদ্বীপ টানাপড়েনে শিকে ছিঁড়বে ভারতের পর্যটনের?

ছবি: নরেন্দ্র মোদির X হ্যান্ডেল

1/10
স্বপ্নের বিদেশভ্রমণের তালিকা বা হনিমুন ডেস্টিনেশন। হট ফেভারিট ছিল ঘরের কাছের মলদ্বীপ
2/10
ক্রীড়া থেকে বিনোদন জগতে তারকাদের ইন্সটা ভরে থাকতে মলদ্বীপের নানা ছবি, তা দেখে স্বপ্ন বুনতেন আম ভারতীয়রাও
3/10
এখন মলদ্বীপের সঙ্গে সংঘাতের আবহে হঠাৎ উঠে এসেছে লাক্ষাদ্বীপের নাম।
4/10
লাক্ষাদ্বীপে ভ্রমণের সুযোগ থাকলেও এর আগে এতটা আলোচনায় আসেনি। বিশ্বের পর্যটকদের স্বপ্নের সৈকত হতে পারে এই ভারতীয় দ্বীপপুঞ্জ।
5/10
পশ্চিমবঙ্গ থেকে কীভাবে যাবেন? যাওয়ার উপায় বলতে ভায়া কলকাতা। কলকাতা থেকে বিমানে না ট্রেনে যেতে হবে কোচি। কলকাতা থেকে কোচির প্রায় সব বিমান সাধারণত বেঙ্গালুরু হয়ে যায়।
6/10
কোচি থেকে এক বিমানে আগাত্তি বা বাঙ্গারাম দ্বীপ। আগাত্তি থেকে কাভারত্তি এবং কাদমতে ফেরি পরিষেবা রয়েছে।
7/10
আগাত্তি থেকে কাভারত্তি দ্বীপ যাওয়ার জন্য কপ্টার পরিষেবাও মেলে।
8/10
কোচি থেকে লাক্ষাদ্বীপ যাওয়ার একাধিক ছোট জাহাজ রয়েছে, আগে বুক করতে হবে।
9/10
বিভিন্ন আধুনিক পরিষেবা ও সুবিধা রয়েছে এই জাহাজে। জাহাজে থেকে এক একটি দ্বীপ ঘুরে বেড়ানো যায়।
10/10
ইদানিং লাক্ষাদ্বীপে পর্যটন ব্যবসা গড়ে তোলার জন্য বিভিন্ন ক্ষেত্রে বিনিয়োগের প্রস্তাব এসেছে। হোটেল ও পরিকাঠামো তৈরির কাজও শুরু হয়েছে। ছবিগুলির সূত্র: lakshadweep.gov.in, Lakshadweep Tourism (@Laktourism), tourism.gov.mv, PTI
Sponsored Links by Taboola