Lakshadweep Tourism: ডেস্টিনেশন লাক্ষাদ্বীপ! খুব সহজে বাংলা থেকে কীভাবে যাবেন জানেন?
স্বপ্নের বিদেশভ্রমণের তালিকা বা হনিমুন ডেস্টিনেশন। হট ফেভারিট ছিল ঘরের কাছের মলদ্বীপ
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appক্রীড়া থেকে বিনোদন জগতে তারকাদের ইন্সটা ভরে থাকতে মলদ্বীপের নানা ছবি, তা দেখে স্বপ্ন বুনতেন আম ভারতীয়রাও
এখন মলদ্বীপের সঙ্গে সংঘাতের আবহে হঠাৎ উঠে এসেছে লাক্ষাদ্বীপের নাম।
লাক্ষাদ্বীপে ভ্রমণের সুযোগ থাকলেও এর আগে এতটা আলোচনায় আসেনি। বিশ্বের পর্যটকদের স্বপ্নের সৈকত হতে পারে এই ভারতীয় দ্বীপপুঞ্জ।
পশ্চিমবঙ্গ থেকে কীভাবে যাবেন? যাওয়ার উপায় বলতে ভায়া কলকাতা। কলকাতা থেকে বিমানে না ট্রেনে যেতে হবে কোচি। কলকাতা থেকে কোচির প্রায় সব বিমান সাধারণত বেঙ্গালুরু হয়ে যায়।
কোচি থেকে এক বিমানে আগাত্তি বা বাঙ্গারাম দ্বীপ। আগাত্তি থেকে কাভারত্তি এবং কাদমতে ফেরি পরিষেবা রয়েছে।
আগাত্তি থেকে কাভারত্তি দ্বীপ যাওয়ার জন্য কপ্টার পরিষেবাও মেলে।
কোচি থেকে লাক্ষাদ্বীপ যাওয়ার একাধিক ছোট জাহাজ রয়েছে, আগে বুক করতে হবে।
বিভিন্ন আধুনিক পরিষেবা ও সুবিধা রয়েছে এই জাহাজে। জাহাজে থেকে এক একটি দ্বীপ ঘুরে বেড়ানো যায়।
ইদানিং লাক্ষাদ্বীপে পর্যটন ব্যবসা গড়ে তোলার জন্য বিভিন্ন ক্ষেত্রে বিনিয়োগের প্রস্তাব এসেছে। হোটেল ও পরিকাঠামো তৈরির কাজও শুরু হয়েছে। ছবিগুলির সূত্র: lakshadweep.gov.in, Lakshadweep Tourism (@Laktourism), tourism.gov.mv, PTI
- - - - - - - - - Advertisement - - - - - - - - -