YouTuber Armaan Malik: প্রিয় বান্ধবীই এখন সতীন, একসঙ্গে ঘরকন্না, একই সঙ্গে অন্তঃসত্ত্বা, বিচিত্র সংসার ইউটিউবারের

Vital News: স্ত্রীর বান্ধবীর প্রেমে পড়েন জনপ্রিয় ইউটিউবার। স্বামীর দ্বিতীয় বিয়েতে আপত্তি করেননি স্ত্রীও। একছাদের নিচেই সংসার ত্রয়ীর।

ছবি: ইনস্টাগ্রাম থেকে সংগৃহীত।

1/10
অখ্যাত থেকে বিখ্যাত। রকেট গতিতে উত্থান। নেপথ্যে ইউটিউব। বিলাসী জীবন দেখলে থতমত খাওয়াই স্বাভাবিক। কিন্তু ইউটিউবার অরমান মালিকের ব্যক্তিগত জীবনও যথেষ্ট চমকপ্রদ।
2/10
লক্ষ লক্ষ মানুষ ইউটিউবে, অন্য সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে ফলো করেন আরমানকে। কিন্তু আরমানের যাপন দেখে ভিরমি খাচ্ছেন তাঁরাও। কারণ দুই স্ত্রীকে নিয়ে দিব্যি সংসার করছেন তিনি।
3/10
একসঙ্গে ঘরকন্নাই নয় শুধু, একসঙ্গে পরিবারের সদস্যও বৃদ্ধি করছেন তাঁরা। কারণ দু’জনে একই সঙ্গে সন্তানসম্ভবা। তাতে রেষারেষি, হিংসা তো দূর, বরং রং, নকশা মিলিয়ে জামা পরে ছবিও তুলছেন তাঁরা।
4/10
সোশ্যাল মিডিয়া তারকা আরমানের দুই স্ত্রী, পায়েল মালিক এবং কৃতিকা মালিকা। পায়েলের সঙ্গে আগেই এক পুত্রসন্তান রয়েছে আরমানের। ফের বাবা হচ্ছেন তিনি। এ বার একসঙ্গে অন্তঃসত্ত্বা হয়ে পড়েছেন পায়েল এবং কৃতিকা।
5/10
রাখঢাকের পরিবর্তে সংসারে নতুন সদস্যের আগমনে যারপরনাই খুশি পায়েল, কৃতিকা এবং আরমান। সোশ্যাল মিডিয়ায় পরের পর ছবি পোস্ট করে চলেছেন ত্রয়ী।
6/10
কিন্তু তাঁদের এই যাপনে মোটেই খুশি নয় নেটদুনিয়া। সস্তার প্রচার বলে কটাক্ষ করেছেন কেউ কেউ। কেউ কেউ আবার তিন জনের বিচক্ষণতা নিয়ে প্রশ্ন তুলেছেন।
7/10
পরস্পরের সঙ্গে টাকার জন্যই তাঁরা সম্পর্ক জুড়ে রেখেছেন, এমন দাবিও করেছেন কেউ কেউ। শুধু তাই নয়, ভারতের জনসংখ্যা বৃদ্ধিতে তাঁদের ভূমিকা নিয়েও প্রশ্ন তুলছেন অনেকে।
8/10
চলতি বছরের ৪ ডিসেম্বর দুই অন্তঃসত্ত্বা স্ত্রীর একাধিক ছবি পোস্ট করেন আরমান। ছেলে চিরায়ুর ছবিও পোস্ট করেন। তাতে স্বামীর বক্ষলগ্না হয়ে হাসিমুখে পোজ দিতে দেখা যায় পায়েল এবং কৃতিকাকে।
9/10
২০১১ সালে পায়েলের সঙ্গে গাঁটছড়া বাঁধেন আরমান। তাঁদের সন্তান চিরায়ু। সুখেই সংসার চলছি দু’জনের।
10/10
কিন্তু ২০১৮ সালে প্রথম স্ত্রীর প্রিয় বান্ধবী কৃতিকারই প্রেমে পড়েন আরমান। পায়েলের সঙ্গে আইনি বিচ্ছেদ ছাড়াই কৃতিকাকে বিয়ে করেন। তার পর থেকে একছাদের নিচেই ঘরকন্না করছেন দুই সতীন।
Sponsored Links by Taboola