Tarvel Tips: দূরে কোথাও ঘুরতে যাচ্ছেন? নিরাপত্তার জন্য এই কাজগুলো করতে ভুলবেন না
ভিনদেশে ঘুরতে (Vacation) যাওয়ার পরিকল্পনা করছেন? নিরাপদ ভ্রমণের জন্য অবশ্যই আগে ভাগে তৈরি হয়ে নিন।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appকয়েকটি প্রাথমিক শর্ত মেনে চললেই সহজ হবে ছুটি কাটানোর দিনগুলো। চলুন জেনে নেওয়া যাক, নিরাপদ ভ্রমণের জন্য কোন বিষয়গুলো মাথায় রাখবেন।
পরিজনদের আপডেট দিতে থাকুন। আপনি যদি একা থাকেন সে ক্ষেত্রে পরিবার বা কাছের কোনও বন্ধুর সঙ্গে ক্রমাগত যোগাযোগ বজায় রাখুন। যেমন কী করছেন, কোথায় যাচ্ছেন, বা থাকছেন, গাড়ির নম্বর, ড্রাইভারের তথ্য, হোটেল সংক্রান্ত ডিটেলস দিতে থাকুন সংশ্লিষ্ট ব্যক্তিকে।
হোটেলের রিসেপশন বা হাউস কিপিং-এর সঙ্গে যোগাযোগের নম্বরটি হোটেলে ঢকেই নিয়ে নিন।
জায়গাটি সম্পর্কে ভাল করে পড়াশোনা করে নিন। সেখানকার রাস্তার প্রাথমিক ম্যাপ, ইতিবাচক, নেতিবাচক দিক, প্রশাসনিক জায়গা, হাসপাতাল সম্পর্কে তথ্য সংগ্রহ করুন।
হোটেল যাচাই করে নিন। হোটেলে ঢুকেই দেখে নিন ঘরে কোনও ক্যামেরা জাতীয় কিছু রয়েছে কিনা। অনলাইনে হোটেল বুক করার সময়ে রিভিউ দেখে নিন। হোটেলে পৌঁছেও যাচাই করুন।
দৃষ্টি আকর্ষণ করবেন না। ভিন দেশে গিয়ে এমন কোনও কাজ করবেন না যাতে আপনি নজরে পড়ে যান তাঁদের। এতে আক্রমণের আশঙ্কা বাড়ে।
নিজের ব্যাগ এবং জিনিসপত্র নজরে রাখুন। অপরিচিত কারও থেকে হঠাৎ কোনও সাহায্য না চাওয়াই ভাল, হোটেল, ড্রাইভার বা ট্রাভেল এজেন্টের থেকে প্রয়োজনে সাহায্য নিন।
দরকারি কাগজপত্রের জেরক্স রাখুন। বেরনোর আগে অবশ্যই প্রয়োজনীয় কাগজপত্রের অরিজিনাল কপি এবং জেরক্স কপি সঙ্গে রাখুন। যেমন, আধার কার্ড, প্যান কার্ড, ভোটার আইডি কার্ড, পাসপোর্ট, ভিসা ইত্যাদি সঙ্গে রাখুন। প্রয়োজন ছাড়া আসলগুলি নিরাপদ স্থানে সরিয়ে রাখুন।
আপনার কাছাকাছি কেউ সন্দেহজনক আচরণ করলে বা আপনি অস্বস্তি বোধ করলে অবিলম্বে এলাকা ছাড়ুন। প্রয়োজনে স্থানীয় প্রশাসনের সঙ্গে যোগাযোগ করুন।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -