Viral News: ঝড়ের গতিতে বোর্ডে ফুটে উঠছে লেখা, একাধিক রেকর্ড এই বিস্ময় বালিকার
দুইহাতে চক। দুই হাত একসঙ্গে চলছে ঝড়ের গতিতে। আর বোর্ডে ফুটে উঠছে একের পর এক ইংরেজি লাইন। বেশ অনেকদিন আগেই এই ভিডিও নেটদুনিয়ায় ছড়িয়েছিল।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appবছর গড়িয়েও সেই ভিডিও ভাইরাল। যে কিশোরী এমন লিখছে তার নাম আদি স্বরূপ। কর্নাটকের ম্যাঙ্গালোরের বাসিন্দা।
অদ্ভুত এই ক্ষমতার পরিচয় অনেকদিন আগেই দিয়েছিল আদি স্বরূপ। ১ মিনিটে দুহাতে (বাঁ দিক থেকে ডান দিকে) সবচেয়ে বেশি শব্দ লেখার জন্য ইতিমধ্যেই রেকর্ড তৈরি করেছে এই কিশোরী।
এই ক্ষমতাকে বলা হয় অ্য়াম্বিডেক্সট্রাস (Ambidextrous)। দুই হাত সমান তালে চলতে পারে। একই সঙ্গে দুটি হাত দিয়েই লিখতে পারেন।
এমন ক্ষমতা থাকলেই তাঁকে অ্য়াম্বিডেক্সট্রাস (Ambidextrous) বলা হয়। বাংলায় এর অর্থ সব্যসাচী।
ভিস্য়ুয়াল মেমোরি আর্ট-এর ক্ষেত্রেও রেকর্ড করেছে এই কিশোরী। লাইন আর্টের মাধ্য়মে বিভিন্ন বার্তা ফুটিয়ে তুলতে পারে ওই কিশোরী। 'Trapped Education'-থিমের উপর ভিস্যুয়াল মেমোরি আর্ট তৈরি করেছিল কিশোরী।
শিক্ষাব্যবস্থার সমস্যা নিয়ে তৈরি হয়েছিল ওই শিল্প। তার জন্য ইন্ডিয়া বুক অফ রেকর্ড ২০২১ (India Book of Records 2021)-এ নাম উঠেছে ওই কিশোরীর।
২০০৫ সালের ১৫ সেপ্টেম্বর ম্য়াঙ্গালোরে জন্ম আদি স্বরূপের। দক্ষিণ ভারতের সংবাদমাধ্যম ম্যাঙ্গালোর টুডে সূত্রে খবর, প্রথাগত শিক্ষায় শিক্ষিত হয়নি আদি স্বরূপা। বাবা-মায়ের কাছে পড়াশোনা করেছে সে।
স্বরূপ অধ্যয়ন কেন্দ্রের পড়ুয়া সে। তার বাবা গোপারকর 'স্বরূপ অধ্যয়ন সমূহ'-এর ডিরেক্টর। ছোটবেলা থেকেই লেখার এই ক্ষমতা ছিল বলে জানিয়েছেন ওই কিশোরীর বাবা-মা।
গিটার, কি-বোর্ড, হিন্দুস্তানি সঙ্গীতও শিখেছে আদি স্বরূপা। ছোট থেকেই বিভিন্ন জায়গায় অনুষ্ঠানও করেছে এই কিশোরী। ছবি: আদি স্বরূপার ইন্সটাগ্রাম অ্যাকাউন্ট
- - - - - - - - - Advertisement - - - - - - - - -