Kashmir Snowfall: তুষারে ঢাকা উপত্যকা! নৈসর্গিক সৌন্দর্য নিয়ে হাতছানি কাশ্মীরের
প্রবল ঠান্ডার মরসুম, তারই মাঝে নতুন করে তুষারপাত। বরফে ঢাকল গোটা কাশ্মীর উপত্যকা।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appকাশ্মীরের শ্রীনগর উপত্যকা এবং জম্মু উপত্যকার একটি বড় অংশে তুষারপাত হয়েছে। সাদা বরফে ঢেকেছে গোটা এলাকা।
তুষারপাতের কারণে পর্যটকরা খুশি হলেও সাধারণ জনজীবন বিপর্যস্ত হয়েছে। বরফের কারণে শ্রীনগর-জম্মু জাতীয় সড়ক বন্ধ হয়ে গিয়েছে।
ভারী তুষারপাতের কারণে শ্রীনগর বিমানবন্দর থেকে বিমান ওঠানামা ব্যাহত হয়েছে। বিমানবন্দর সূত্রে জানানো হয়েছে, টানা তুষারপাতের কারণে ওই সময় দৃশ্যমানতা কমে ২০০ মিটার হয়ে গিয়েছিল।
তুষারপাতের কারণে বানিহাল থেকে বারামুল্লা পর্যন্ত রেল যোগাযোগও বিপর্যস্ত। সূত্রের খবর, রেল লাইন থেকে বরফ সরে না যাওয়া পর্যন্ত রেল যোগাযোগ শুরু হবে না।
শ্রীনগর-জম্মু জাতীয় সড়কে যান চলাচল স্তব্ধ হয়ে যায় তুষারের জন্য। পাশাপাশি, চান্দেরকোট ও বানিহালের মাঝে ধসের সমস্যাও রয়েছে।
পড়াশোনাতেও ধাক্কা। ভারী তুষারপাতের কারণে কাশ্মীর বিশ্ববিদ্যালয় এবং শ্রীনগর কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় সোমবারের সব পরীক্ষা স্থগিত রেখেছে। স্নাতকোত্তর, ইঞ্জিনিয়ারিন এবং অন্য পরীক্ষাও স্থগিত করা হয়েছে।
শ্রীনগর ও অন্যান্য এলাকায় রাস্তা, মাঠে তুষারের পুরু স্তর।
টানা তুষারপাত চললেও, সাফ করতে লাগাতার কাজ চলছে। বরফ সরিয়ে রাস্তা খোলার কাজে ব্যস্ত প্রশাসন।
এদিনই কাশ্মীরে ভারত জোড়ো যাত্রার অন্তিম পর্বের অনুষ্ঠান আয়োজন হয়েছে। তুষারপাতের মধ্যেই ভিড় সমর্থকদের। বক্তব্য রেখেছেন রাহুল গাঁধী। সব ছবি: PTI
- - - - - - - - - Advertisement - - - - - - - - -