Kolkata Snowfall: কলকাতায় তুষারপাত! বরফে ঢাকা হাওড়া ব্রিজ-হলুদ ট্যাক্সি!
কলকাতার চেনা জায়গা, চেনা গাড়ি, চেনা নদী। সবই অন্য চেহারায়। গ্রীষ্মপ্রধান কলকাতা বরফের চাদরে মুড়ে রয়েছে। শীতের মরসুমে এমন ছবিই এখন ভাইরাল নেটদুনিয়ায়।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appযদি কখনও কলকাতায় তুষারপাত হয়। যদি কখনও 'ডে আফটার টুমরো'-এর মতো পরিস্থিতি তৈরি হয় কলকাতায়। তখন কী হবে? এমনই কী দেখতে লাগবে আমাদের চেনা শহরকে?
যদি কলকাতায় রাস্তায় বরফ পড়ে থাকে? যদি ইউরোপের বা আমেরিকার কোনও শহরের মতো বরফে মোড়া থাকে কলকাতা? যদি ভিক্টোরিয়ার চূড়া ঢেকে যায় বরফে? তাহলে কেমন হবে? এই এআই (AI) ইমেজ তৈরি করেছেন শিল্পী সৌভিক ঘোষ। সেই ছবিগুলি নিজের টুইটার হ্যান্ডেলে শেয়ার করেছেন অংশুমান চৌধুরী নামে এক টুইটার ব্যবহারকারী।
শীতকাতুরেদের বেশি ভয় পাওয়ার দরকার নেই। কারণ এই সবই হয়েছে শিল্পীর কল্পনায় এবং কৃত্রিম বুদ্ধিমত্তার হাতযশ থুড়ি যন্ত্রযশে।
শৌভিকের ছবি দেখার পরেই একটি সফটওয়ার ব্যবহার করে আরও কিছু ছবি বানান অংশুমান। সেখানে কলকাতার কিছু জায়গার বরফাবৃত ছবি বানান তিনিও।
বরফে ঢাকা কলকাতার ট্রাম, এসপ্ল্যানেড চত্বর বরফে ঢেকে গেলে কেমন লাগবে সেটাই কল্পনা করেছেন তিনি।
পুরনো দিল্লি ও নতুন দিল্লিতে কিছু জায়গাতেও বরফ পড়লে কেমন দেখতে লাগবে সেই ছবি বানিয়ে শেয়ার করেছেন তিনি। রয়েছে বরফে ঢাকা ইন্ডিয়া গেটও।
কৃত্রিম বুদ্ধিমত্তা (AI)-বিভিন্ন কাজে ব্যবহার করা হচ্ছে। দৈনন্দিন জীবনযাপন সহজ করতেও AI-কতটা সাহায্য করতে পারবে, তা নিয়ে এখন গবেষণা চলছে। ইদানিং ছবি আঁকা বা ডিজাইন তৈরির মতো সৃজনশীল কাজেও ব্য়বহার করা হচ্ছে বিভিন্ন AI সফটওয়ার। কদিন আগে এমনই কিছু ছবি ভাইরাল হয়েছিল। ভারতের বিভিন্ন রাজ্যের বাসিন্দা কেমন দেখতে হবেন? সেটাই বানানো হয়েছিল AI-এর মাধ্যমে। সোশ্য়াল মিডিয়ায় সেগুলিও ভাইরাল হয়েছিল। প্রশংসা থেকে সমালোচনা সবই জুটেছিল শিল্পীর। সব ছবি: অংশুমান চৌধুরীর টুইটার থেকে।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -