Pushkar Camel Fair 2023: উটের নাচ-ট্রাপিজ-গোঁফের লড়াই! দেশের এই কার্নিভালে ভিড় বিদেশিদেরও
দেশ থেকে বিদেশ- সব পর্যটকদের ইচ্ছের তালিকায় একটা নাম পাওয়া যায়- রাজস্থান। মরুরাজ্যে পর্যটনস্থল বহু। প্রাচীন রাজপ্রাসাদ, দুর্গ, অরণ্য- আর তার সঙ্গেই রয়েছে ধর্মীয় স্থান। ধর্মীয় স্থানের তালিকা করলে প্রথমেই থাকবে পুস্কর। ভারতের একমাত্র ব্রহ্মা মন্দির রয়েছে এখানেই। আর রয়েছে পুস্কর হ্রদ। কথিত রয়েছে ব্রহ্মার আশীর্বাদধন্য এই হ্রদ।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appএই পুষ্কর আরও একটি বিষয়ের জন্য বিখ্যাত। পুষ্কর মেলা। বিশেষ করে উটের মেলার জন্য বিখ্যাত এই জায়গা। শুধু উট নয়, আরও গৃহপালিত পশুর পসরা বসে এই মেলায়।
তার সঙ্গেই থাকে রাজস্থানের অনবদ্য হস্তশিল্পের পসরা। রাজস্থানি শিল্পকলার বস্ত্র থেকে শুরু করে গয়না- থাকে সবকিছুই। এই বছর নভেম্বরের শেষ সপ্তাহে পুষ্করে বসেছিল সেই মেলা।
পুষ্করের উটের মেলা (Pushkar Camel Fair) পর্যটকদের অত্যন্ত আকর্ষণের বিষয়। প্রতিবছর এই সময় বিদেশ থেকেও বহু পর্যটক ভিড় জমান রাজস্থানে। মেলায় রাজস্থানী পোষাকে সেজে গোঁফ-দাঁড়ির কারুকাজ দেখান অনেকেই। তার জন্যও জমে ভিড়।
পুস্কর হ্রদের পাশে এই মেলা বহু পুরনো। আগে শুধুমাত্র ব্যবসার কারণেই পশুপালক ও পশু ব্যবসায়ীরা বছরের নির্দিষ্ট সময়ে এখানে শিবির গড়ে কেনাকাটা করতেন। ধীরে ধীরে সেই মেলা এখন কার্নিভ্যালের চেহারা নিয়েছে। রাজস্থানের ছোট এই শহরের আয়ের অন্যতম উৎস এই মেলা।
এই মেলার অন্যতম আকর্ষণ বিভিন্ন প্রতিযোগিতা এবং স্ট্রিট পারফরম্যান্স। বিভিন্ন ধরনের ট্রাপিজের খেলা, হাতমকশো, ম্যাজিক শো-ও হয়।
লোকগান, লোকনৃত্যের আসর বসে এখানে। তার জন্যও ভিড় করেন পর্যটকরা। ছবি তোলা যাঁদের প্যাশন। তাঁদের জন্য অন্যতম সেরা জায়গা পুস্কর মেলা।
উটের সাজের বহরও চোখ টানে। বিভিন্ন ভাবে, বিভিন্ন জিনিস দিয়ে সাজানো হয় উটকে। কখনও রঙিন ফুলের মালা, কখনও পুঁতির মালা, কখনও আবার পালকের মুকুটে সাজানো হয় উট।
উটের দৌড়, উটের নাচ বা ক্যামেল ডান্স পারফরম্যান্স এই মেলার অন্যতম আকর্ষণ। এছাড়াও নানা প্রতিযোগিতার আসর বসে এখানে। দেখা যায় রাজস্থানের বিখ্যাত পুতুল নাচের অনুষ্ঠানও।
রাজস্থান ভারতের সেরা পর্যটনস্থল গুলোর অন্যতম। প্রাকৃতিক সৌন্দর্য থেকে প্রাচীন ইতিহাস-লোকসংস্কৃতি। সবকিছুই রয়েছে এই মরুরাজ্যে। সেগুলিই সুন্দর করে সাজিয়ে তোলা হয়েছে পর্যটকদের সামনে। তারই একটি উদাহরণ পুষ্কর মেলা। পর্যটনের সঙ্গেই এসেছে ব্যবসা, এসেছে অর্থ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -