International Cat Day 2022: আজ 'মার্জার'-দের দিন, বিড়াল সম্পর্কে এই মজার তথ্যগুলো জানেন?
আজ ৮ অগস্ট আন্তর্জাতিক বিড়াল দিবস। বিশ্বজুড়ে আজ পালিত হয় মার্জার প্রজাতির এই বিশেষ দিন। যাঁরা বিড়ালপ্রেমী, তাঁরা নিজেদের পোষ্য বিড়ালকে নিয়ে মেতে থাকেন উৎসবের আমেজে।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appবিড়াল সাংস্কৃতিক এবং ঐতিহাসিক দু'ভাবেই প্রতীকী। প্রাচীন মিশরীয় সংস্কৃতিতেও বিড়ালদের সম্মান দেওয়া হত আলাদা করে।
প্রবাদে বলে 'বিড়াল বাঘের মাসি'। বাঘের মতো তর্জন-গর্জন শোনা না গেলেও বিগ ক্যাটদের সঙ্গে বিভিন্ন মিল রয়েছে বিড়ালদের। তাদের সম্পর্কে রয়েছে অনেক মজার তথ্যও।
সারাবছরই প্রভুর আদর যত্নে লালিত পালিত হতে ভালবাসে বিড়ালরা। মানুষের সংও তাদের পছন্দ। কিন্তু কুকুরের মতো বাধ্য পোষ্য তারা মোটেই নয়। বরং মার্জার প্রজাতি আপন মর্জির মালিক।
বাড়িতে পোষা বিড়ালের ওজন সাধারণ ২.৭ কেজি থেকে ৪.৫ কেজির মধ্যে ঘোয়াফেরা করে। পুরুষ বিড়াল বা হুলো বিড়ালের ক্ষেত্রে দৈর্ঘ্য হয় ২৮ ইঞ্চি। আর মহিলা বা মেনি বিড়ালের ক্ষেত্রে তারা লম্বায় হয় ২০ ইঞ্চি।
বিড়ালদের স্পর্শের অনুভূতি প্রবল। তাদের গায়ের লোম, মুখে থাকা গোঁফ, গালের লোম, কানে থাকা লোম- এইসবই কম্পনশীল উদ্দীপনার ক্ষেত্রে ভীষণভাবে সংবেদনশীল।
খাবার চিবিয়ে খাওয়ার মতো দাঁত থাকে না বিড়ালদের। তাই এরা যাবতীয় খাবার দাঁত দিতে কেটে বা ছিঁড়ে নিয়ে খায়। এটিও মার্জার প্রজাতির একটি বিশেষ বৈশিষ্ট্য।
এমনিতে বিড়াল যথেষ্ট আদুরে প্রাণী। প্রভুর আদর যত্নে থাকতেই ভালবাসে সে। তবে উত্যক্ত্য করলে বিড়াল হয়ে ওঠে ভয়ঙ্কর। বলা হয়, কোনও ঘরে কোণঠাসা হয়ে গেলে বাঘের থেকেও ভয়ঙ্কর হয়ে ওঠে বিড়ালরা।
বিড়ালরা আদতে নিশাচর। রাতে জেগে ঘুরে বেড়ানোর অভ্যাস রয়েছে তাদের। বিড়ালের চোখের রেটিনা guanine- এর একটি স্তর দ্বারা আলোর প্রতি অতিরিক্ত সংবেদনশীল। যার ফলে রাতের বেলা বিড়ালের চোখ শক্তিশালী আলোতেও জ্বলজ্বল করতে থাকে।
বিড়ালের চলাফেরা অর্থাৎ হাঁটাচলার ধরন নিয়েও বিশ্বজুড়ে আলোচনা হয়। বিশেষ করে ফ্যাশন র্যাম্প ওয়াকের ক্ষেত্রে ভাল ভাবে 'ক্যাট ওয়াক' অনুসরণ করাই মডেলের অন্যতম লক্ষ্য থাকে।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -