JK Tourism: আপেল-জাফরান থেকে শাল! উপহারের ডালি নিয়ে অপেক্ষায় কাশ্মীর
জম্মু-কাশ্মীর। ভূস্বর্গ নামেই খ্যাত। অপরূপ প্রাকৃতিক সৌন্দর্য, মনোরম আবহাওয়া- সব মিলিয়ে দেশ-বিদেশের পর্যটকদের কাছে মোট ওয়ান্ডেট ডেস্টিনেশন।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appবরাবরই কাশ্মীরে ছুটে গিয়েছেন সারা দেশের পর্যটকরা। প্রতি বছরই কাশ্মীরের জন্য ঢল নামে বিদেশি পর্যটকদেরও
অমরনাথ যাত্রা, বৈষ্ণোদেবী মন্দিরের মতো তীর্থস্থানও রয়েছে। যার জন্য প্রতিবছর হাজার হাজার পুণ্যার্থী অধীর আগ্রহে অপেক্ষা করেন।
শ্রীনগর থেকে পহেলগাঁও। সোনমার্গ থেকে গুলমার্গ- একের পর এক ডালি নিয়ে পর্যটকদের জন্য বসে থাকে কাশ্মীর।
শুধুই কি প্রাকৃতিক সৌন্দর্য? কাশ্মীরের টান রয়েছে আরও। আপেলের খোঁজেও অনেকে কাশ্মীরে যান। কাশ্মীরের আপেলের বাগান পৃথিবী বিখ্যাত।
কাশ্মীরের আরও একটি আকর্ষণ জাফরান। বহুমূল্য এই মশলা বিভিন্ন কাজে ব্যবহার হয়। এর টানে বহু দেশি-বিদেশি পর্যটক এখানে এসেছেন। কাশ্মীরের জাফরানের যে অংশ রান্নায় ব্য়বহৃত হয় সেটাও অনেক খোঁজেন।
কাশ্মীরের পশম, শাল-শীতবস্ত্র আকর্ষণের আরও একটি দিক। তারই সঙ্গে রয়েছে হাতের কাজের নানা জিনিস।
কাশ্মীরের সঙ্গে ক্রিকেটের যোগসূত্র রয়েছে। কাশ্মীরি উইলোর ব্যাট পৃথিবী বিখ্যাত। কাশ্মীর উপত্যকায় বিভিন্ন কারখানা রয়েছে যেখানে ক্রিকেট ব্যাট তৈরি হয়।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -