Election Results 2024
(Source: ECI/ABP News/ABP Majha)
IPS Success Story: বাইশেই সফল IPS ওড়িশার কাম্য, কীভাবে সাফল্য এল ?
UPSC জয় ওড়িশার কাম্য মিশ্রর। মাত্র ২২ বছরেই কোনও কোচিং ছাড়াই নিজের চেষ্টায় IPS অফিসার হয়েছেন কাম্য মিশ্র। তাঁর সাফল্যের মূলমন্ত্র কী জানেন ? ছবি- ইনস্টাগ্রাম
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appদেশের কঠিন পরীক্ষার মধ্যে শীর্ষে আছে UPSC। আর এই পরীক্ষাতেই অনেকে ব্যতিক্রমী প্রতিভায় একবারেই সাফল্য পেয়ে যান। কাম্য মিশ্র তাঁদেরই একজন। ছবি- ইনস্টাগ্রাম
মাত্র ২২ বছর বয়সেই IPS অফিসার হয়ে নজির গড়েছেন কাম্য মিশ্র। প্রথমবার পরীক্ষা দিয়েই UPSC উত্তীর্ণ হয়েছেন কাম্য। ছবি- ইনস্টাগ্রাম
ছোটবেলা থেকেই খুবই মেধাবী কাম্য। দ্বাদশ শ্রেণির পরীক্ষাতে তিনি জেলার মধ্যে রেকর্ড নম্বর পেয়ে শীর্ষস্থান অর্জন করেন। ছবি- ইনস্টাগ্রাম
তারপর শ্রীরাম কলেজে ভর্তি হন কাম্য, পড়ার পাশাপাশি প্রস্তুতি নিতে শুরু করেন তখন থেকেই। ছবি- ইনস্টাগ্রাম
স্নাতক ডিগ্রির সাধারণ গতে বাঁধা পড়ার বাইরে কাম্যর জীবনে একটা অন্য লক্ষ্য ছিল। স্বপ্ন ছিল একদিন IPS অফিসার হবেন। ছবি- ইনস্টাগ্রাম
আর সেই লক্ষ্যেই UPSC পরীক্ষার প্রস্তুতি নিতে শুরু করেন কাম্য মিশ্র। বলা ভাল, নিজে নিজেই প্রস্তুতি নিয়েছেন কাম্য। ছবি- ইনস্টাগ্রাম
কোনও কোচিং ছাড়াই ২০১৯ সালের UPSC পরীক্ষায় সফলভাবে উত্তীর্ণ হন ওড়িশার কাম্য মিশ্র। ১৭২ র্যাঙ্ক অর্জন করেছিলেন তিনি। ছবি- ইনস্টাগ্রাম
প্রথমে তাঁকে হিমাচল প্রদেশের ক্যাডারে নিযুক্ত হন কাম্য, তারপর তাঁকে পাঠান হয় বিহার ক্যাডারে। ২০২১ সালে বিহার ক্যাডারেরই অবধীশ সরোজ নামের আরেক আইপিএস অফিসারকে বিবাহ করেন কাম্য মিশ্র। ছবি- ইনস্টাগ্রাম
- - - - - - - - - Advertisement - - - - - - - - -