Most Cruel Punishment Of History: শরীরকে মাঝখান দিয়ে কাটা, জীবন্ত জ্বালিয়ে দেওয়া; ইতিহাসের নিষ্ঠুরতম শাস্তি ছিল এগুলি
Cruel Punishment of History: ইতিহাস ঘাঁটলে দেখা যাবে প্রাচীনকালে শাস্তির বিধান ছিল আরও নিষ্ঠুর, কদর্য এবং যন্ত্রণাদায়ক। নিষ্ঠুরতম শাস্তির মধ্যে প্রথমেই রয়েছে অপরাধীর শরীরকে মাঝখান থেকে কেটে দেওয়া।
ছবি প্রতীকী
1/10
ছোটবেলা থেকেই আমাদের শেখানো হয় যে কিছু ভুল কাজ করলে আমাদের কঠিন শাস্তি দেওয়া হবে। ভুল অপরাধে পরিণত হলে আইন অনুযায়ী শাস্তির আলাদা বিধান রয়েছে।
2/10
এমনকী এখন দেশে দেশে গর্হিত অপরাধের জন্য ফাঁসির সাজা দেওয়ারও নিয়ম রয়েছে যাকে বলা হয় মৃত্যুদণ্ড।
3/10
কিন্তু ইতিহাস ঘাঁটলে দেখা যাবে প্রাচীনকালে শাস্তির বিধান ছিল আরও নিষ্ঠুর, কদর্য এবং যন্ত্রণাদায়ক।
4/10
আর সবথেকে নিষ্ঠুরতম শাস্তির মধ্যে প্রথমেই রয়েছে অপরাধীর শরীরকে মাঝখান থেকে টুকরো করে দেওয়া।
5/10
১৯৩৭ সালে জাপানি সৈন্যদের মধ্যে পুড়িয়ে মারার শাস্তি প্রচলিত ছিল। মানুষকে তার অপরাধের জন্য জীবন্ত পুড়িয়ে মারা হত।
6/10
আরেকটি শাস্তি ছিল ব্রোজেন বুল। এখানে একটি ফাঁপা পিতলের ষাঁড়ের মূর্তির পেটের মধ্যে অপরাধীকে বন্দি করে বাইরে থেকে ষাঁড়ের চারপাশে আগুন জ্বালিয়ে দেওয়া হত।
7/10
গ্রিসে প্রচলিত ছিল এই প্রাচীন নিষ্ঠুর শাস্তির বিধান। ষাঁড়টির ভিতরে পুড়ে জ্বলে মারা যেত অপরাধী আর তার চিৎকারও কেউ শুনতে পেত না।
8/10
রোমান সাম্রাজ্যে বিখ্যাত ছিল ক্রুশবিদ্ধ করার শাস্তি। হাতে পায়ে পেরেক গেঁথে একটি কাঠের সঙ্গে অপরাধীকে বেঁধে ঝুলিয়ে দেওয়া হত।
9/10
এমনকী জীবিত ব্যক্তির চামড়া ছিঁড়ে ফেলার মত ঘটনারও দৃষ্টান্ত রয়েছে ইতিহাসে। আবার ইঁদুর ছেড়ে দিয়ে মারা হত অনেক জায়গায়। এক্ষেত্রে অপরাধীর মাংস ছিঁড়ে খেত ইঁদুরগুলি।
10/10
রাষ্ট্রদ্রোহিতার অভিযোগে দণ্ডিত ব্যক্তিকে শূলে চড়ানো হত। এক্ষেত্রে অপরাধীর পশ্চাতদেশ দিয়ে একটি তীক্ষ্ণ শূল ঢুকিয়ে দেওয়া হত এবং তা তার মাথা ফুঁড়ে অন্যপাশ দিয়ে বেরিয়ে আসত।
Published at : 06 Mar 2025 04:59 PM (IST)