Niagara Falls: শুধু 'দর্শন' নয় কাজেও 'অনন্য' নায়াগ্রা
আমেরিকার প্রথম পাঁচটি পর্যটনস্থল যদি বেছে নিতে হয়। তাহলে তার মধ্যে অবশ্যই থাকবে নায়াগ্রা জলপ্রপাত। বিপুল আয়তনের এই জলপ্রপাত দেখতে সারা পৃথিবী থেকে ছুটে আসেন পর্যটকরা। কানাডা থেকেও দেখা যায় এটি।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appজল বহনের পরিমাণের বিচার করলে পৃথিবীতে প্রথম সারিতে থাকবে নায়াগ্রা। Flow rate-এর বিচারে প্রতি সেকেন্ডে সবচেয়ে বেশি পরিমাণে জল বয়ে যায় নায়াগ্রা জলপ্রপাতে।
নায়াগ্রা কিন্তু একটি একক জলপ্রপাত নয়। তিনটি জলপ্রপাত মিলে তৈরি হয়েছে প্রকৃতির এই আশ্চর্য নিদর্শন। কানাডা ও আমেরিকার সীমান্তে অবস্থিত এটি।
কানাডিয়ান জলপ্রপাত, আমেরিকান ফলস এবং ব্রাইডাল ভেল জলপ্রপাত- এই তিনটি জলপ্রপাত নিয়ে গঠিত নায়াগ্রা জলপ্রপাত।
শুধু পর্যটনই নয়, আমেরিকার জলবিদ্যুৎ শক্তির অন্যতম উৎস হিসেবে কাজ করে এটি। শিল্পোন্নত দেশ আমেরিকা। ফলে শিল্পের কারণে বিপুল পরিমাণ বিদ্যুৎশক্তির প্রয়োজন হয়।
নায়াগ্রা জলপ্রপাতে ১৮৮১ সালে প্রথম জলবিদ্যুৎ প্রকল্প স্থাপন করা হয়। এখন নায়াগ্রা জলপ্রপাত থেকে যে পরিমাণ বিদ্যুৎ উৎপন্ন হয় সেটা নিউইয়র্ক এবং অন্টারিও প্রদেশের চাহিদার এক চতুর্থাংশেরও বেশি।
শুধু বিদ্যুৎ নয়, পানীয় জলের উৎস হিসেবেও কাজ করে নায়াগ্রা জলপ্রপাত। এই জলপ্রপাত থেকে জল সংগ্রহ করে তা পরিস্রুত করে পানীয় জল হিসেবে সরবরাহ করা হয়।
নায়াগ্রা জলপ্রপাতে একাধিক অ্যাডভেঞ্চার ট্যুরিজম হয়ে থাকে। গ্রীষ্মকাল ও বসন্তের সময় এর আসল সৌন্দর্য দেখা যায়। ছবি: pixabay
- - - - - - - - - Advertisement - - - - - - - - -