Rajasthan Tourism: নতুন সাজে চম্বল-পাড়! যেন একটুকরো পুরনো রাজস্থান
গোটা নদীর পাড় সাজিয়ে ফেলা হয়েছে। পুরনো রাজস্থানী শিল্পের অনুকরণে সেজে উঠেছে নানা স্তম্ভ, মিনার। নদীর পাড়ে যেন একটুকরো পুরনো রাজস্থান।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appরাজস্থানের কোটাতে চম্বল নদীর পাড় এভাবেই সাজিয়ে তুলেছে সে রাজ্যের প্রশাসন। মঙ্গলবার উদ্বোধন করা হয় সেটির।
দীর্ঘদিন ধরেই এই কাজ চলছিল। বারবার উদ্বোধনের কথা উঠলেও পিছিয়ে যাচ্ছিল। মোট পাঁচবার ডেডলাইন পিছিয়ে গিয়েছিল।
নদীর পাড়ে ৩ কিলোমিটার লম্বা এই সৌন্দর্যায়ন। রয়েছে মোট ২২টি ঘাট। একটি মিউজিক্যাল ফাউন্টেনও তৈরি করা হয়েছে।
সৌন্দর্যায়নের জন্য একাধিক কাজ করা হয়েছে। একটি ঘণ্টাও তৈরি করা হয়েছে, যার ওজন ৮২০০০ কেজি। চম্বল মাতার একটি মূর্তিও তৈরি করা হয়েছে।
বড়সড় অনুষ্ঠান করে এর উদ্বোধন করা হয়েছে। একাধিক নামী ব্যক্তিত্ব হাজির ছিলেন উদ্বোধনী অনুষ্ঠানে। হাজির ছিলেন লোকশিল্পীরাও।
গোটা এই প্রকল্পটি তৈরি করেছেন অনুপ বারতারিয়ার নেতৃত্বে। গোটা প্রকল্প তৈরি করতে ১২০০ কোটি টাকারও বেশি খরচ হয়েছে।
কোটা মূলত বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতির জন্য পরিচিত জায়গা। এবার এই সৌন্দর্যায়নের জন্য পর্যটকরাও ভিড় করবেন বলে আশা প্রশাসনের।
এই সৌন্দর্যায়ন প্রকল্পও অবশ্য বিতর্কের দজন্ম দিয়েছে। এমনভাবে পাড় বাঁধিয়ে কাজ করায় তা চম্বল নদীর জন্য ভাল নয় বলে দাবি করেছেন পরিবেশবিদদের একাংশ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -