Red Lipstick: লাল রঙের লিপস্টিক লাগিয়ে বেরোলেই জেল হবে ! নিষেধাজ্ঞা জারি এখানে
Red Lipstick Banned: সেখানে আন্তর্জাতিক স্তরের জনপ্রিয় ফ্যাশন ও প্রসাধনী ব্র্যান্ডগুলির উপর নিষেধাজ্ঞা যেমন জারি করা হয়েছে, তেমনি লাল লিপস্টিকের উপরেও নিষেধাজ্ঞা রয়েছে।
লাল রঙের লিপস্টিক পড়ে বেরোলেই বড় সাজা !
1/8
উত্তর কোরিয়ায় কিম জংয়ের শাসনে অদ্ভুত ধরনের বেশ কিছু নিয়মবিধি রয়েছে আর এর মধ্যে একটি রয়েছে মানুষের ফ্যাশনকে ঘিরেও।
2/8
সেখানে আন্তর্জাতিক স্তরের জনপ্রিয় ফ্যাশন ও প্রসাধনী ব্র্যান্ডগুলির উপর নিষেধাজ্ঞা যেমন জারি করা হয়েছে, তেমনি লাল লিপস্টিকের উপরেও নিষেধাজ্ঞা রয়েছে।
3/8
এই বিধি অমান্য করলে কঠোর শাস্তি পেতে হবে। যেহেতু এই লাল রঙের সঙ্গে অতীতে কমিউনিজমের একটি সূক্ষ্ম সংযোগ রয়েছে তাই এই নিষেধাজ্ঞা।
4/8
এই রং বর্তমানে উত্তর কোরিয়া সরকারের পুঁজিবাদের প্রতীক নয়, বরং কমিউনিজমের প্রতীক। এমনকী ভারী মেকআপ এই দেশে পাশ্চাত্যের অনুকরণ হিসেবেই দেখা হয়।
5/8
আবার দেশের আধিকারিকরা মনে করেন লাল রঙের লিপস্টিক পরে মহিলারা নিজেদের অনেক বেশি আকর্ষণীয় করে তুলতে পারেন।
6/8
ফলে এই কাজ সরকারের সরল, শালীন এবং মহিলাদের ন্যূনতম মেকআপ করার পরিপন্থী। ফলে এর উপরে নিষেধাজ্ঞা রয়েছে।
7/8
যারা এই ধরনের বিধিনিষেধ ভাঙার চেষ্টা করবেন যেমন লাল রঙের লিপস্টিক পরা, স্কিন-টাইট জিনস পড়া ইত্যাদি কাজ করবেন, তাদের জরিমানা হতে পারে।
8/8
এমনকী সাজা হিসেবে এই ব্যক্তিদের রাস্তার মাঝখানে কাপড় কেটে দেওয়া হতে পারে যাতে তিনি সেটি দ্বিতীয়বার না পড়তে পারেন।
Published at : 24 Apr 2025 06:24 PM (IST)