Success Story: ১৬ বছরেই পড়াশোনা শেষ, আজ ৪১ কোটির মালিক- কীভাবে এত খ্যাতি 'ক্যারি মিনাটি'র ?
ইউটিউবে ভিডিয়ো কনটেন্ট বানিয়েই সারা ভারতে এমনকী সারা বিশ্বেও চূড়ান্ত খ্যাতি অর্জন করেছেন ক্যারি মিনাটি। এই নামেই তাঁকে সকলে চেনে। তাঁর রোস্টিং ভিডিয়ো দেখে লক্ষ লক্ষ মানুষ বিনোদন পান। ছবি- ক্যারি মিনাটির ফেসবুক
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appকীভাবে খ্যাতির শিখরে উঠলেন ক্যারি মিনাটি ? তাঁর আসল পরিচয়ই বা কী ? মাত্র ১৬ বছর বয়সে পড়াশোনা ছেড়ে দিয়ে ইউটিউবে ভিডিয়ো বানাতে শুরু করেছিলেন ক্যারি মিনাটি। ছবি- ক্যারি মিনাটির ফেসবুক
২০২৪ সালের জানুয়ারি মাসে ওরম্যাক্সের একটি রিপোর্ট অনুসারে, দেশের ইউটিউবারদের তালিকায় একেবারে শীর্ষেই আছে ক্যারি মিনাটির নাম।
১৯৯৯ সালের ১২ জুন হরিয়ানার ফরিদাবাদে জন্ম হয়েছিল ক্যারি মিনাটির। তাঁর আসল নাম অজয় নাগর। মাত্র ২৪ বছর বয়সেই সারা বিশ্বের খাতায় নাম করে নিয়েছেন তিনি। ইউটিউবে বিভিন্ন রকমের রোস্টিং ভিডিয়ো বানিয়ে দুনিয়ার বেশিরভাগ মানুষের মন জিতে নিয়েছেন ক্যারি মিনাটি। এখন শুধুমাত্র ইউটিউব থেকেই উপার্জন করেন তিনি।
তাছাড়া সমাজমাধ্যমে ছড়িয়ে থাকা বিভিন্ন বিজ্ঞাপনে তাঁকে দেখা যায়, এই বিজ্ঞাপনের জন্যেও মোটা টাকা চার্জ করেন ক্যারি মিনাটি।
সূত্রের খবর, মাত্র ১১ বছর বয়স থেকেই ইউটিউবে ভিডিয়ো বানাতে শুরু করেছিলেন ক্যারি মিনাটি। Stealthfearzz নামের একটি ইউটিউব চ্যানেলে প্রথমে তিনি ফুটবল ও ভিডিয়ো গেমের বিভিন্ন ট্রিকস নিয়ে ভিডিয়ো বানাতেন।
এরপর থেকে ভিডিয়ো গেমের প্রতি প্রচণ্ড আসক্ত হয়ে পড়েন ক্যারি মিনাটি। ১৫ বছর বয়সে ক্যারি মিনাটি আরেকটি চ্যানেল খোলেন Addicted A1 নামে।
তারপর ভিডিয়ো গেম থেকে রোস্টিং ভিডিয়ো বানাতে শুরু করেন ক্যারি মিনাটি, চ্যানেলের নাম দেব 'ক্যারিদেওল'। আরও পরে নাম বদলে হয় 'ক্যারি মিনাটি'। আর এই রোস্টিংয়ের মাধ্যমেই জনপ্রিয় হয়ে ওঠেন অজয় নাগর।
২০২৩ সালে ক্যারি মিনাটির মোট সম্পদের পরিমাণ ছিল ৪১ কোটি টাকা। একটা নয়, অনেকগুলি ইউটিউব চ্যানেল থেকে উপার্জন করেন ক্যারি মিনাটি। এছাড়া বিজ্ঞাপন, স্পনসরশিপ, অ্যাফিলিয়েট মার্কেটিং ইত্যাদি নানা মাধ্যমে উপার্জন হয় তাঁর।
সূত্রের মাধ্যমে জানা যায়, মাসে কমবেশি ২৫ লাখ টাকা এবং বছরে প্রায় ৪ কোটি টাকা উপার্জন করেন ক্যারি মিনাটি। ১৬ বছর বয়সে পড়াশোনা ছেড়ে ভিডিয়ো বানানো শুরু থেকে আজকের এই সাফল্য, ক্যারি মিনাটির জীবন শেখায় বিকল্প পথেও সফল হওয়া যায়। ছবি- ক্যারি মিনাটির ফেসবুক
- - - - - - - - - Advertisement - - - - - - - - -