Tomato Price: তরকারিতে টমেটো দিয়ে 'দোষ' করলেন স্বামী, রেগে কাঁই স্ত্রী, মেয়েকে নিয়ে ছাড়লেন ঘর
বিবাহ বহির্ভূত সম্পর্কের জের বা অশান্তি ঝগড়া নয়, এক স্ত্রী তাঁর স্বামীকে ছেড়ে চলে গেলেন তরকারিতে টমেটো দেওয়ার জন্য। এমনই আজব কাণ্ড ঘটল মধ্যপ্রদেশের শাহদল জেলায়।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appমধ্যপ্রদেশের শাহদল জেলার ধানপুরী এলাকার এক ব্যক্তি পৌঁছলেন পুলিশ স্টেশনে। তাঁর অভিযোগ খাবারে 'টমেটো দেওয়া' নিয়ে শুরু হয় কলহ। এরপরই স্ত্রী তাঁকে ছেড়ে চলে যান বলে দাবি ওই ব্যক্তির।
ধানপুরী অঞ্চলে একটি ছোট ধাবা চালান সন্দীপ বর্মন নামের ওই ব্যক্তি। তিনি পুলিশকে জানান, ডেলিভারির জন্য তিনি টিফিনের খাবার বানিয়েছিলেন। তাতে ২-৩টে টমেটোও দিয়েছিলেন।
কিন্তু টমেটোর আগুন দামের আবহে সেই 'রেসিপি' বিশেষ পছন্দ হয়নি স্ত্রীয়ের। প্রায় ১৪০ টাকা প্রতি কিলো দরের এই সবজি এভাবে তরকারিতে দেওয়ায় চটে যান তিনি। শুরু হয় ঝগড়া, এমনকী বাড়িই ছেড়ে চলে যান স্ত্রী।
একটি ভাইরাল হওয়া ভিডিওয় অভিযোগকারীকে বলতে শোনা যায়, 'আমার দোষ শুধু এটুকুই ছিল যে আমি তরকারিতে ২-৩টে টমেটো দিয়ে দিয়েছিলাম। আমার স্ত্রী রেগে গিয়ে আমাদের অপ্রাপ্তবয়স্ক মেয়েকে সঙ্গে নিয়ে বাড়ি ছেড়ে চলে যান।'
তাঁকে আরও বলতে শোনা যায়, 'তিন জিন কেটে গেছে। আমি ওঁদের ছবি দিয়েছি পুলিশের কাছে এবং তাঁদের ফিরিয়ে আনতে অনুরোধ করেছি।'
এই ঘটনার কথা নিশ্চিত করে ধানপুরী পুলিশ স্টেশনের ইন-চার্জ সঞ্জয় জয়সওয়াল বলেন, 'অভিযোগকারী জানিয়েছেন যে তাঁর স্ত্রী নিজের বোনের বাড়ি গিয়েছেন উমারিয়া জেলায়। আমি তাঁর সঙ্গে সন্দীপ বর্মনের সামনেই কথা বলেছি, এবং তিনি ফিরে আসতে রাজি হয়েছেন।'
গত প্রায় এক মাস ধরে বাজার দর আকাশছোঁয়া। তার মধ্যে টমেটোর দাম ১৫০ থেকে ১৬০ টাকা প্রতি কেজি পর্যন্তও পৌঁছে যাচ্ছে। সাধারণ মানুষের কপালে ভাঁজ রীতিমতো।
প্রসঙ্গত, টমেটোর দামই এমনই জায়গায় পৌঁছেছে যে একাধিক নামী রেস্তোরাঁও তাঁদের মেনুর উপকরণ থেকে বাদ দিয়েছেন টমেটো। তার উদাহরণ, ম্যাকডোনাল্ডস এবং বার্গার কিং।
তবে এমন অনেক উপকরণই রয়েছে, যেগুলো দিয়ে রান্না করলে টমেটোর মতো টক-মিষ্টি স্বাদ মেলে। যেমন ব্যবহার করতে পারেন টমেটো সস। রং ও স্বাদ দুইই মন ছোঁবে।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -