General Knowledge: চেয়ার-টেবিলকে বাংলায় কী বলে? উত্তর দিতে নাজেহাল অনেকেই, আপনি পারলেন?
টেবিল এবং চেয়ার- নিত্যদিনের ব্যবহার্য। যেগুলি ছাড়া প্রতিদিনের জীবন ভাবাই যায় না। চেয়ার, টেবিল কিন্তু বাংলা শব্দ নয়।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appচেয়ার আর টেবিল, এই শব্দ দুটোই ইংরেজি। এর বাংলা বলতে গিয়ে হোঁচট খান অনেকেই। এরও যে বাংলা হতে পারে অনেকেরই অজানা।
হ্যাঁ, এরও বাংলা শব্দ রয়েছে। তবে নিত্যদিনের জীবনে তা আমরা খুব একটা ব্যবহার করা হয় না।
চেয়ার এবং টেবিল এই শব্দদুটোর ব্যবহার কিন্তু বাংলায় ছিল। তবে তা এখন ধীরে ধীরে তা হারিয়ে যাচ্ছে।
টেবিলকে অনেকসময় বাংলায় চৌপায়া বলা হয় আর চেয়ারকে আসন। তবে এরও রকমভেদ রয়েছে।
তবে আভিধানিক অর্থ বলে, চেয়ারের বাংলা কেদারা, টেবিলের বাংলা মেজ।
চেয়ারের বাংলা কেদারা শব্দটি পর্তুগিজ কাদেইরা (cadeira) থেকে এসেছে।
অন্যদিকে, টেবিলের বাংলায় মেজ পঙ্ক্তিচ্যুত শব্দ। বাংলা অভিধানে শব্দটি বহাল তবিয়তে আছে, নেই কেবল তার ব্যবহার।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -