International Moon Day: এই দিনেই চাঁদের মাটিতে পা, স্মরণে রাখতে পালিত আন্তর্জাতিক চাঁদ দিবস
আজ থেকে ৫৩ বছর আগে। রহস্যে ঘেরা চাঁদে পা পড়েছিল মানুষের। ১৯৬৯ সালের ২০ জুলাই, চাঁদের বুকে নেমেছিল মানুষের তৈরি মহাকাশযান। মহাকাশ গবেষণায় এই ঘটনা ছিল একটি মাইলস্টোন। ছবি: pixabay/pexels
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appএই দিনটিকে স্মরণে রাখতেই ২০ জুলাই পৃথিবীজুড়ে পালিত হয় আন্তর্জাতিক চাঁদ দিবস। বিশ্বজুড়ে মহাকাশবিজ্ঞানীরা, মহাকাশ বিজ্ঞানের সঙ্গে যুক্তরা এই দিনটি পালন করে থাকেন। ছবি: pixabay/pexels
ইউনাইটেড নেশনসের জেনারেল অ্যাসেম্বলি ২০২১ সালে তাদের 'International cooperation in the peaceful uses of outer space' সংক্রান্ত রেজোলিউশনে আন্তর্জাতিক চাঁদ দিবস ঘোষণা করে। ছবি: pixabay/pexels
১৯৬৯ সালে ২০ জুলাইয়ে রাত ৮টা ১৭ মিনিটে অ্যাপোলো ১১ মহাকাশযান নেমেছিল চাঁদে। তারপর ৬ ঘণ্টার একটু বেশি সময় পরে মহাকাশযান থেকে বেরিয়ে চাঁদের মাটিতে পা রেখেছিলেন নভোচর নীল আর্মস্ট্রং। ছবি: pixabay/pexels
বেশ কিছুক্ষণ পর চাঁদের মাটিতে নামেন আরও এক নভোচর বাজ অলড্রিন। দুজনে মিলে চাঁদের মাটি থেকে ২১.৫ কেজি পদার্থ সংগ্রহ করেছিলেন। ছবি: pixabay/pexels
আরও একজন নভোচর অত্যন্ত গুরুত্বপূর্ণ দায়িত্ব সামলেছিলেন এই অভিযানে। তিনি নভোচর মাইকেল কলিন্স। তিনি কম্যান্ড মডিউলের দায়িত্ব সামলেছিলেন। ছবি: pixabay/pexels
আর্মস্ট্রং ও অলড্রিন চাঁদের মাটিতে সব মিলিয়ে ২১ ঘণ্টা কাটিয়েছিলেন। তারপর তাঁরা কম্যান্ড মডিউলে ফিরে যান। সেখান থেকে পৃথিবীতে ফিরে আসেন তাঁরা। প্রশান্ত মহাসাগরে নেমেছিল তাঁদের মহাকাশযান। ছবি: pixabay/pexels
মহাকাশ গবেষণা নিয়ে সোভিয়েত রাশিয়ার সঙ্গে কড়া টক্কর চলেছিল আমেরিকার। ঠান্ডা লড়াইয়ের সেই সময়ে প্রবল টক্কর চলেছিল দুই মহাশক্তিধর দেশের। তার মধ্যে এই চন্দ্র অভিযান, অনেকটাই এগিয়ে দিয়েছিল আমেরিকাকে। ছবি: pixabay/pexels
- - - - - - - - - Advertisement - - - - - - - - -