ChatGPT And Divorce:'স্বামী অন্য মহিলায় আসক্ত', ChatGPT-র কথা শুনে ডিভোর্সের মামলা করলেন স্ত্রী
Coffee Cup Reading: ChatGPT-র কথায় বিবাহবিচ্ছেদ? ছবি: ফ্রিপিক।
ছবি: ফ্রিপিক।
1/10
আর্টিফিশিয়াল ইনটেলিজেন্স কি বদলে দিচ্ছে সম্পর্কের সমীকরণও? ChatGPT-কে ভরসা করে এক মহিলা বিবাহবিচ্ছেদের পথে হাঁটায় এই প্রশ্ন বড় হয়ে ধরা দিচ্ছে।
2/10
গ্রিস থেকে এই ঘটনা সামনে এসেছে। ১২ বছরের বিবাহিত জীবনে ইতি টানতে উদ্যত হয়েছেন এক মহিলা। দুই সন্তানও রয়েছে তাঁর।
3/10
জানা যাচ্ছে, স্বামী বিবাহ বহির্ভূত সম্পর্কে জড়িয়েছে বলে জানতে পারেন ওই মহিলা। ChatGPT স্বামীর বিবাহবহির্ভূত সম্পর্কের প্রমাণ দেয়। আর তাতেই না কি বিবাহবিচ্ছেদের সিদ্ধান্ত নেন ওই মহিলা। সেই মতো আবেদন জানিয়েছেন আদালতে।
4/10
Greek City Time বিষয়টি সামনে এনেছে। জানা গিয়েছে, ভাগ্য নির্ধারণ করতে যেমন জ্যোতিষীর কাছে ছুটে যান সাধারণ মানুষ, ওই মহিলা দ্বারস্থ হন ChatGPT-র।
5/10
ভবিষ্যদ্বাণী করতে নানা রকম পন্থা নেন জ্যোতিষীরা। পানীয়র কাপ দেখে মানুষের ভাগ্য যাচাইয়ের নজিরও রয়েছে। পানীয়র অবশিষ্টাংশ দেখে মনের অবস্থা বোঝা যায় বলে বিশ্বাস করেন অনেকেই।
6/10
সেই মতোই স্বামীর চরিত্র যাচাই করতে ChatGPT-কে Coffee Cup Reasing-এর দায়িত্ব দেন ওই মহিলা। স্বামী এবং নিজের কফি শেষ হয়ে আসার মুখে কাপের ছবি তুলে আপলোড করেন।
7/10
মগের একেবারে নীচে কফির অবশিষ্টাংশ দেখে বিচার-বিশ্লেষণ শুরু করে ChatGPT. সবশেষে জানানো হয়, মহিলার ভাগ্য়ে বিশ্বাসঘাতকতা লেখা রয়েছে। কম বয়সি তরুণীর সঙ্গে সম্পর্ক রয়েছে স্বামীর। ওই মহিলার নামের আদ্যাক্ষর ‘E’ বলেও জানায় ChatGPT.
8/10
ওই মহিলার স্বামী সংবাদমাধ্যমে বলেন, “আমি তো প্রথমে হেসেই উড়িয়ে দিয়েছিলাম! কিন্তু ও বিষয়টিকে সিরিয়াসলি গ্রহণ করে। আমাকে বেরিয়ে যেতে বলে বাড়ি থেকে। বাচ্ছাদেরও বিবাহবিচ্ছেদের কথা জানিয়ে দেয়। এর পর সরাসরি আইনজীবীর কাছ থেকে ফোন পাই।”
9/10
ওই ব্যক্তি জানিয়েছেন, ‘জাদুটোনায়’ ঘোর বিশ্বাস তাঁর স্ত্রীর। এর আগে, একবছর এক জ্যোতিষীর কথায় উঠতেন বসতেন। অনেক কষ্টে সেই মোহ কাটে। কিন্তু এবার AI-এর কথায় তিনদিনের মধ্যে বিবাহবিচ্ছেদের আবেদন করলেন।
10/10
ওই ব্যক্তির আইনজীবীর জানিয়েছেন, আদালতে মামলা হলে, AI-এর ভবিষ্যদ্বাণী বিবাহ বিচ্ছেদের যুক্তি হিসেবে ধোপে টিকবে না আদালতে। বিবাহবহির্ভূত সম্পর্কের কথা প্রমাণ না হলে কিছু করা যাবে না।
Published at : 11 May 2025 09:33 PM (IST)