World Children’s Day 2023: অধিকার রয়েছে শিশুরও, তাদের জন্যই এই দিনটি! কীভাবে শুরু হয়েছিল?
ভারতে শিশুদিবস পালিত হয় ১৪ নভেম্বর। তার সঙ্গেই শিশুদের জন্য বছরের আরও একটি দিন রয়েছে। ২০ নভেম্বর, এই দিনটি বিশ্ব শিশুদিবস হিসেবে পালিত হয়ে থাকে।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appশিশুদের অধিকার, তাদের জীবনযাত্রার মান উন্নয়ন সংক্রান্ত একাধিক বিষয়ে সচেতনতা ছড়িয়ে দেওয়ার লক্ষ্যে পালিত হয় এই দিনটি। ১৯৫৯ সালে এই দিনেই UN General Assembly- Declaration of the Rights of the Child আনে। সেই কারণে এই দিনটিকেই বিশ্ব শিশু দিবস হিসেবে পালন করা হয়।
প্রথম ১৯৫৪ সালে সর্বজনীন শিশু দিবস হিসাবে পালিত হয় দিনটি। এখন, এটি আন্তর্জাতিক ভ্রাতৃত্বের প্রচার, শিশু কল্যাণ এবং তাদের অধিকার সম্পর্কে সচেতনতার জন্য প্রতি বছর ২০ নভেম্বর পালিত হয়।
এই দিনে United Nation-এর জেনারেল অ্যাসেম্বলি শিশু অধিকারের ঘোষণাপত্র গৃহীত করে। একই দিনে, UNGA শিশু অধিকার সনদ গ্রহণ করে।
১৯৯০ সালের পরে, এই দিনটি সেই তারিখের বার্ষিকীও পালন করে যখন UNGA শিশুদের অধিকার সংক্রান্ত ঘোষণা এবং কনভেনশন দুটোই পাস করেছিল।
বিশ্ব শিশু দিবসে শিশু অধিকার এবং তাদের কল্যাণ সম্পর্কে সচেতনতা বাড়াতে সকল পেশার মানুষ যোগদান করতে পারেন।
বিশ্ব শিশু দিবস উপলক্ষে আলোয় সাজানো হয়েছে রাষ্ট্রপতি ভবন এবং ইন্ডিয়া গেট।
দিল্লির নর্থ ব্লক, সাউথ ব্লক, সংবিধান সদন-সহ একাধিক ভবন আলোয় সাজানো হয়েছে।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -