World Heritage Day 2022: ইতিহাস রক্ষার বার্তা দেয় এই দিনটি
প্রতীকি ছবি
1/9
বিভিন্ন ঐতিহাসিক সৌধ এবং ঐতিহাসিক জায়গা নিয়ে সচেতনতা বৃদ্ধি করতে এবং স্থানীয় সংস্কৃতির প্রচারের জন্য প্রতিবছর ১৮ এপ্রিল একটি বিশেষ দিন পালন করা হয়।
2/9
এই দিনটিকে বলা হয় International Day for Monuments and Sites. এই দিনটির আরও একটি নাম রয়েছে, এই দিনটিকেই বিশ্ব হেরিটেজ দিবস (World Heritage Day) বলা হয়ে থাকে।
3/9
প্যারিসের সংস্থা The International Council on Monuments and Sites-এর তরফেই মূলত এই দিনটি বিশ্বব্যাপী পালন করা হয়ে থাকে।
4/9
বিশ্বজুড়ে বিভিন্ন প্রান্তে ছড়িয়ে রয়েছে নানা প্রাচীন সভ্যতার নিদর্শন। স্থায়ী জনগোষ্ঠীর সঙ্গে যা ওতপ্রোত ভাবে জড়িত। এই দিনটিতে সংস্কৃতির বিভিন্নতার দিকগুলি তুলে ধরা হয়।
5/9
নানা জায়গায় বিভিন্ন ঐতিহাসিক সৌধ রয়েছে। সেগুলি সময়ের সঙ্গে সঙ্গে ক্ষতিগ্রস্ত হচ্ছে। প্রাচীন সভ্যতার নিদর্শনগুলির সঙ্গে সঙ্গে সৌধগুলি টিকিয়ে রাখারও বার্তা দেওয়া হয়।
6/9
ভারতের মতো দেশে একাধিক এলাকায় নানা প্রাচীন সভ্যতার নিদর্শন রয়েছে। অনেক জায়গায় ঠিকমতো রক্ষণাবেক্ষণ হয় না। সেগুলির দিকেও নজর দেওয়ার দাবি তোলা হয় বিভিন্ন মহলের পক্ষে।
7/9
১৯৮২ সালে প্রথম পালন করা হয় International Day for Monuments and Sites, প্রথম এটি পালন করা হয় ICOMOS-এর তরফে।
8/9
পরে এই সিদ্ধান্তে সিলমোহর দেয় ইউনাইটেড নেশনস এডুকেশনাল, সায়েন্টিফিক অ্যান্ড কালচারাল অর্গানাইজেশন (UNESCO)। ১৯৮৩ সালে ২২তম জেনারেল কনফারেন্সে এই দিনটিকে স্বীকৃতি দেওয়া হয়।
9/9
এই বছর ওয়ার্ল্ড হেরিটেজ ডে-এর থিম 'Heritage and Climate'। হেরিটেজ সৌধ ও জায়গাগুলিকে ঠিকমতো রাখার বার্তা দেওয়া হয়েছে। সঙ্গে জোড়া হয়েছে পরিবেশ বাঁচানোর বার্তাও। সব ছবি: Pixabay
Published at : 19 Apr 2022 12:06 AM (IST)