Viral News: একঘণ্টা পিঠ চুলকে দিলেই মিলবে ৯০০০, আঙুলে ‘জাদু’ থাকলেই মোটা রোজগারের সুযোগ

Back Scratching: পিঠ চুলকে দিতে পারেন, এমন দক্ষ লোকের চাহিদা বাড়ছে। ছবি: ফ্রিপিক।

Continues below advertisement

ছবি: ফ্রিপিক।

Continues below advertisement
1/10
বাজারে প্লাস্টিকের হাতও কিনতে পাওয়া যায়। হাত মুড়ে চালাতে পারলেই, মুহূর্তের মধ্যে আরাম।
2/10
কিন্তু হাত দিয়ে কেউ পিঠ চুলকে গিলে, সেই আরামের কোনও জুড়ি নেই। তাই ভাই-বোন, বন্ধুবান্ধব তো বটেই, মায়ের কাছেও পিঠ চুলকে দেওয়ার আবদার করেন অনেকে।
3/10
কিন্তু পিঠ চুলকে দেওয়া পূর্ণ সময়ের চাকরি হতে পারে কি? তা থেকে মোটা রোজগার হতে পারে কি? বিশ্বাস না হলেও, এমনটাই ঘটছে।
4/10
রাস্তার মোড়ে মোড়ে যেমন বিউটি পার্লার, স্যালোঁ, স্পা চোখে পড়ে আজকাল, তেমনই পিঠ চুলকে দেওয়াও ‘ওয়েলনেস পরিষেবা’র অন্তর্ভুক্ত হয়ে গিয়েছে আমেরিকার মতো দেশে।
5/10
আমেরিকার নিউ ইয়র্ক শহরে পিঠ চুলকে দেওয়ার লোকের চাহিদাও বেড়ে গিয়েছে একধাক্কায়। বিভিন্ন স্টুডিও, স্পা সেন্টারে পিঠ চুলকে দেওয়ার লোক নিয়োগ করা হচ্ছে।
Continues below advertisement
6/10
পিঠ চুলকে দেওয়ার কাজ বলে রোজগার কিন্তু নেহাত কম নয়। পিঠ চুলকে দিয়ে সেখানে ঘণ্টায় ১০০ ডলার রোজকার করছেন বহু মানুষ, ভারতীয় মুদ্রায় যা প্রায় ৯০০০ টাকা।
7/10
অর্থাৎ এক ঘণ্টা বসে গ্রাহকের পিঠ চুলকে দিলেই হাতে কড়কড়ে ৯০০০ টাকা এসে পৌঁছে যাচ্ছে।
8/10
ফেসিয়াল, মাসাজ করাতে যেমন অ্যাপয়েন্টমেন্ট নিতে হয়, পিঠ চুলকানোর জন্যও অ্যাপয়েন্টমেন্ট নেন গ্রাহকরা। তবে নখ খুব ধারাল হলে চলবে না। আঁচড়ে দেওয়া যাবে না গ্রাহককে। হালকা হাতে, নির্দিষ্ট তালে চুলকে দিতে হবে পিঠ। নরম হাতে বিলি কেটে দিতে হবে মাথায়।
9/10
রীতিমতো ধৈর্য ধরে পিঠ চুলকে দিতে হয় গ্রাহককে, যাতে তিনি আরাম পান। গাঁটের কড়ি খরচ করে বার বার ওই পরিষেবা নিতে আসেন।
10/10
গবেষণায় দেখা গিয়েছে, গায়ে-মাথায় হাত বুলিয়ে দিলে, মাথায় বিলি কাটলে, পিঠ চুলকে দিলে, ত্বক ও মস্তিষ্কের মধ্যে সংযোগ স্থাপন হয়। এতে সেন্সরি নার্ভ সক্রিয় হয়ে যায়, মস্তিষ্কে আরামের সিগনাল পৌঁছে যায়, যার দরুণ এন্ডরফিন্স, সেরোটোনিন নিঃসৃত হয়। মেজাজ ফুরফুরে থাকে, ভাল ঘুম হয়।
Sponsored Links by Taboola