West Bengal Lockdown: বৃহস্পতি-শুক্র রাজ্যে লকডাউন, খাদ্যসামগ্রী তুলতে বুধে জনজোয়ার বাজারে
গত ১২ অগাস্ট, নবান্ন বিজ্ঞপ্তি জারি করে জানায়, আগামী ২৮ অগস্ট রাজ্যে লকডাউন হচ্ছে না। ফলে পূর্ব ঘোষণা অনুযায়ী ২০, ২১-এর পর আবার ২৭ ও ৩১ অগস্ট পূর্ণ লকডাউন হবে।
চলতি মাসে সাপ্তাহিক লকডাউনের দিনক্ষণ একাধিকবার বদলেছে রাজ্য সরকার। প্রথমে বলা হয়েছিল চলতি মাসে রাজ্যে ৯ দিন সম্পূর্ণ লকডাউন হবে। পরে তা কমে হয় ৭ দিন।
করোনার মোকাবিলায় লকডাউন ঘোষণা করেছে রাজ্য সরকার। মারণ ভাইরাসের কবল থেকে বাঁচতে পইপই করে সামাজিক দূরত্ব মানার পরামর্শ দিচ্ছেন চিকিৎসকরা। কিন্তু পেটের কথা চিন্তা করতে গিয়ে, মাথা থেকে উড়ে গিয়েছে করোনার চিন্তা।
শুধুমাত্র জরুরি পরিষেবা চালু থাকবে। ছাড় রয়েছে অনলাইন ফুড ডেলিভারিতেও। তবে এই দু-দিন বন্ধ থাকবে সমস্ত বাজার। আর তাই খাদ্যসামগ্রী ঘরে তুলে রাখতে বুধবার, ভিড় উপচে পড়ল কলকাতার বিভিন্ন বাজারে।
এই ভয়ঙ্কর পরিস্থিতির মধ্যে বৃহস্পতি ও শুক্রবার রাজ্যে ফের সাপ্তাহিক লকডাউন। নবান্ন সূত্রে খবর, শহর থেকে জেলা, লকডাউন পালন করতে পুলিশকে কঠোর পদক্ষেপের নির্দেশ দেওয়া হয়েছে। জরুরি কাজের উপযুক্ত প্রমাণ ছাড়া রাস্তায় বেরলেই ব্যবস্থা নেবে পুলিশ।
বিগত ৫-৬ দিন ধরে, রাজ্যে গড়ে দৈনিক করোনা আক্রান্তের সংখ্যা ছাড়িয়ে গিয়েছে ৩ হাজার। আড়াই হাজার পেরিয়ে গিয়েছে মৃত্যু।