ছবি: ঘুমের মধ্যেই চলে গেলেন! দেখুন প্রয়াত নৃত্যশিল্পী অমলা শঙ্করের পুরনো কিছু ছবি
১৯৩১-এ প্রথম অংশ নেন প্যারিস ইন্টারন্যাশনাল কলোনিয়াল এগজিবিশনে। সেই সময় তাঁর আলাপ হয় উদয় শঙ্করের সঙ্গে।
সোশ্যাল মিডিয়ায় ঠাকুমার মৃত্যুর খবর জানান শ্রীনন্দা। ঘুমের মধ্যেই চলে গেছেন, এবিপি আনন্দকে জানান তিনি।
অমলা শঙ্করের ছেলে প্রখ্যাত সুরকার আনন্দ শঙ্কর। পুত্রবধূ তনুশ্রীও নৃত্যশিল্পী। নাতনি শ্রীনন্দাও অভিনেত্রী ও নৃত্যশিল্পী। ছবি সূত্র - ইনস্টাগ্রাম
উদয় শঙ্করের ছবির সামনে নাতনিকে কোলে নিয়ে অমলা শঙ্কর।
নাতনি শ্রীনন্দার অন্নপ্রাশণে তোলা এই ছবিটি। অমলার কোলে ছোট্ট শ্রীনন্দা।
অমলা শঙ্করের দুই সন্তান। মমতা শঙ্কর প্রখ্যাত নৃত্যশিল্পী ও অভিনেত্রী।
১৯১৯ সালের সাতাশে জুন অমলাশঙ্করের জন্ম। কৈশোর থেকে প্রতিভার বিচ্ছুরণ ঘটে।
বিশিষ্ট নৃত্যশিল্পী অমলা শঙ্করের জীবনাবসান। বয়স হয়েছিল ১০১ বছর। বার্ধক্যজনিত কারণেই মৃত্যু।
সেই সময় তাঁর আলাপ হয় উদয় শঙ্করের সঙ্গে। তাঁর কাছেই তালিম নেওয়া শুরু করেন। ১৯ বছর বয়সে উদয় শঙ্করকে বিয়ে করেন স্বামী তথা গুরুর সঙ্গে সারা বিশ্ব ভ্রমণ করেছেন।